কলকাতা: ফের তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠল কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে। নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে আপাতত সংশোধনাগারে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন কুন্তল। জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের সম্মতি পাওয়ার পরই বৃহস্পতিবার সংশোধনাগারে যান ইডির আধিকারিকরা। প্রায় সাড়ে ৪ ঘণ্টা সেখানে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিক। সূত্রের খবর, এদিন তদন্তে সহযোগিতা করেননি কুন্তল। সূত্রের খবর, ডায়েরির একাধিক তথ্য সম্পর্কে কুন্তলকে প্রশ্ন করা হলে তিনি জানেন না বলেই দাবি করেছেন। শুধু তাই নয়, এদিন আবারও কুন্তল দাবি করেন, তাপস মণ্ডলের চক্রান্তের শিকার তিনি। একইসঙ্গে সূত্রের দাবি, এদিন কুন্তল বলেন, অকারণে এ বিষয়ে দলকে জড়ানো হচ্ছে। দল এ বিষয়ে কিছু জানে না বলেই দাবি করেন তিনি। একইসঙ্গে কুন্তল ইডিকে জানান, কোনও প্রভাবশালীর যোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না, বলছে সূত্র।
প্রথম থেকেই ইডির দাবি, তদন্তে অসহযোগিতা করছেন কুন্তল ঘোষ। এদিকে নিয়োগ সংক্রান্ত যে বিরাট দুর্নীতির অভিযোগ এ রাজ্যে উঠেছে, সেখানে কুন্তলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারীরা। তাই প্রথমে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন। পরে সংশোধনাগারে এসে জেরার অনুমতিও চান আদালতে।
ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য ছাড়া কোন কোন প্রভাবশালীর কাছে এই টাকা পৌঁছত এ সংক্রান্ত বিষয়ে তদন্তকারীরা জানতে চান। কিন্তু কুন্তল জবাব দেননি বলে ইডি সূত্রে খবর। বরং তিনি বলেছেন, তাপস মণ্ডল সব জানেন বলেই কুন্তল জানিয়েছেন।
ইডি সূত্রে খবর, ২০১৪ ও ২০১৭ সালের টেট ‘কেলেঙ্কারি’তে যুক্ত রয়েছেন কুন্তল ঘোষ। ভুয়ো ওয়েবসাইটকে কাজে লাগিয়ে তিনি কোটি কোটি টাকার খেলা খেলেছেন বলেও ইডি সূত্রে উঠে আসছে এ তথ্য। সূত্রের দাবি, ওয়েবসাইটে নাম দেখিয়েই টাকা নিতেন কুন্তল। তবে সবই তদন্তসাপেক্ষ। খতিয়ে দেখছে ইডি।