Sukanta Majumdar: পূরণ হবে না ১ কোটির ‘স্বপ্ন’? চাপানউতোরের মধ্যে সদস্য সংগ্রহ নিয়ে বড় ইঙ্গিত সুকান্তর
Sukanta Majumdar: সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত বললেন, অমিত শাহ নয়। আমি ১ কোটি সদস্য সংগ্রহের কথা বলেছি। একশো টার্গেট করলে তো ৬০/৭০ হয়! ভোটের সঙ্গে সম্পর্ক নেই এই সদস্য সংগ্রহের। তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনীতির কারবারিদের মধ্যে!
কলকাতা: সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণ হবে না, কার্যত স্বীকার করে নিলেন সুকান্ত। লক্ষ্য অমিত শাহ নয়, স্থির করেছেন বঙ্গ বিজেপি সভাপতি। বাড়তি সময় পেলে লক্ষ্য পূরণের চেষ্টা হবে। নিজেই বললেন সে কথা। শুক্রবার কলকাতার জগন্নাথ ঘাটে দলীয় নেত্রী তথা কলকাতা পুরসভার কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের আয়োজিত দেব দীপাবলির অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার। তারপরেই ঘাট থেকে অদূরে সদস্যতা অভিযানের কর্মসূচিও করেন সুকান্ত।
সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত বললেন, অমিত শাহ নয়। আমি ১ কোটি সদস্য সংগ্রহের কথা বলেছি। একশো টার্গেট করলে তো ৬০/৭০ হয়! ভোটের সঙ্গে সম্পর্ক নেই এই সদস্য সংগ্রহের। তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনীতির কারবারিদের মধ্যে! ১ কোটিতে পৌঁছানো যাবে না তা বুঝেই কি ১০০ টার্গেট করলে ৬০/৭০ পাওয়া যায় বলার মধ্যে বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি? প্রশ্ন ঘুরছে এদিকে-সেদিকে।
এই খবরটিও পড়ুন
প্রকারন্তরে ১ কোটির টার্গেটের দায় নিজের কাঁধে নিয়ে নিলেন রাজ্য বিজেপি সভাপতি। এমনটাও মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। তবে তা যে আর সময়ের মধ্যে করা যাবে না তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি। বললেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি আমাদের আরও অনেক সময় দেন, তবে আমরা লক্ষ্যে পৌঁছে যাব। অর্থাৎ যে সময় সীমা রয়েছে তাতে লক্ষ্য পূরণ হবে না বলেই দিলেন সুকান্ত। সে ক্ষেত্রে অন্য রাজ্য সদস্য সংগ্রহের জন্য বাড়তি সময় পাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ দেরিতে শুরু করেছে। তারপরেও রয়েছে বিভিন্ন পুজো, অনুষ্ঠান। ফলে সময়াভাবের সামনে রেখে লক্ষ্য পূরণ ব্যর্থতার কথা মেনে নিলেন রাজ্য বিজেপি সভাপতি, চর্চা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।