কলকাতা : সোমবার, ৭ মার্চ থেকে বিধানসভায় শুরু হতে চলেছে রাজ্য বাজেট অধিবেশন। সেই অধিবেশন শুরুর আগে সেদিনই বিধানসভায় অনুষ্ঠিত হওয়ার কথা বিজনেস অ্যাডভাইসরি কমিটি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষের ডাকে সর্বদল বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সূত্রের খবর, এই দু’টি বৈঠকই বয়কট করতে চলেছে বিজেপির পরিষদীয় দল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বহাল রাখার প্রতিবাদেই এই পদক্ষেপ করতে চলেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও দু’বার বিভিন্ন অভিযোগ তুলে বিএ কমিটির বৈঠক বয়কট করেছিল বিজেপি।
২০২১ সালে জুলাই মাসে বিধানসভার বাজেট অধিবেশনে ভোটপরবর্তী হিংসা ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে চাইলেও অধ্যক্ষ তার অনুমতি দেননি। এর প্রতিবাদে সেইবার বিএ কমিটির সর্বদল বৈঠক বয়কট করেছিলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির পরিষদীয় দল। এরপর অক্টোবর মাসে ‘উৎসবের মরশুমে’ বিধানসভার শীতকালীন অধিবেশনের ডাক দেওয়ায় তার প্রতিবাদেও বিএ কমিটির বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়করা। আর এইবার বিএ কমিটির বৈঠকে যোগ না দেওয়ার কারণ ‘মুকুল রায়’। বিএ কমিটির বৈঠক বয়কট প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্য, ‘জোর করে মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান পদে বহাল রাখা হয়েছে। আমরা প্রথমবার সর্বদল এবং বিএ কমিটির বৈঠকে উপস্থিত ছিলাম। কিন্তু, বিধানসভা কর্তৃপক্ষ এখনও পিএসি-র চেয়ারম্যান পদে মুকুল রায়কে রেখে দিয়েছে। এই পরিস্থিতিতে আমরা তৃণমূলের সঙ্গে এক টেবিলে বসে চা খেতে চাই না। যতদিন মুকুল ওই পদে থাকবেন, ততদিন আমরা বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি বৈঠকে যাব না।’
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের বিধায়কপদ নিয়ে রায় ঘোষণা করে জানিয়ে দেন, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপিতেই আছেন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে চেয়ে শুভেন্দুর করা আবেদন খারিজ হয়। তবে এতে দমেনি বিজেপি। এর আগে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন নন্দীগ্রামের বিধায়ক। অপরদিকে পিএসি চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায়কে সরাতে শীর্ষ আদালতে অপর একটি মামলা করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। হাই কোর্টেও এই সংক্রান্ত মামলা চলছে। আজই এই মামলার শুনানি হয় উচ্চ আদালতে। সেখানে বিজেপির তরফে ফের দাবি করা হয়, মুকুল রায় বিজেপি ছেড়েছেন। তাই তাঁর বিধায়ক পদ ও পিএসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক। আজকের শুনানিতে বিধানসভার স্পিকারকে এই বিষয়ে হলফনামাও জমা দিতে বলা হয়েছে আদালতের তরফে। আর এই ইস্যুকে হাতিয়ার করে এইবার বিধানসভাতেও সরব হওয়ার ইঙ্গিত দিয়ে রাখল গেরুয়া শিবির।