মহিলা কর্মীর উপর তৃণমূলের হামলার অভিযোগ তুলে বেহালা থানা ঘেরাও বিজেপির
সুমিত্রা সিংহ নামে একজন মহিলা সদস্যকে তৃণমূলের দীপক অধিকারী ও বাদল মাহাতো নামের দুই কর্মী বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে নিয়ে বিজেপির অন্যান্য সদস্যরা বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করেন।
কলকাতা: দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপির (BJP) এক মহিলা সদস্যের হামলার অভিযোগ উঠল দুই তৃণমূল (TMC) কর্মীর বিরুদ্ধে। অভিযোগ জানাতে পুলিস তা নিতে অস্বীকার করে বলে দাবি বিজেপির। এরপরই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বেহালা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
ঘটনাটি ঘটেছে বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের ক্যানাল রোডে। বুধবার রাত ১০টা নাগাদ বিজেপির মহিলা বেশ কয়েকজন সদস্য ক্যানাল রোড এলাকায় দেওয়া লিখন করছিলেন। বাড়ির মালিকের অনুমতি নিয়েই তা করা হচ্ছিল বলে দাবি। বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূলে বেশ কয়েকজন সমর্থকরা এসে ওই মহিলাদের বাধা দেয় এবং পরে তাদের সঙ্গে বচসা বাধে।
বচসার পর সুমিত্রা সিংহ নামে একজন মহিলা সদস্যকে তৃণমূলের দীপক অধিকারী ও বাদল মাহাতো নামের দুই কর্মী বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে নিয়ে বিজেপির অন্যান্য সদস্যরা বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: বাগবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কলকাতা পুরসভা
এরপর বেহালা থানায় অভিযোগ জানাতে এলে পুলিস অভিযোগ নিতে নিমরাজি হয় বলে দাবি বিজেপির। তারপর থেকেই বেহালা থানা ঘেরাও করে রেখেছে বিজেপি সমর্থকরা। বিজেপি সমর্থকদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এবং অভিযোগ নিতে হবে।