BJP: বাংলায় নারী নির্যাতনের ঘটনা তুলে ধরতে পুজোর আগে বই বের করল BJP

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 01, 2024 | 8:40 PM

BJP: দলের অধ্যাপক এবং চিকিত্সকদের টিম এই বইয়ের কাজ করেছেন বলে খবর। ২০১২ থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। বিজেপি পুজোয় যে স্টল দিচ্ছে সেখানে এই 'ব্ল্যাক পেপার' থাকবে। মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "২০১১ সালের আগে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক অবস্থানে ছিলাম সেখানে সকলেরই এক যুক্তি ছিল ধানতলা-বানতলা সরকার আর নেই দরকার। ২০১১ সালের পর মানুষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেন। ২০১১ সালের পর আমরা কী পেয়েছি আর পাইনি? তা নিয়েই আজ ব্ল্যাক পেপার বইটি প্রকাশ হবে।"

BJP: বাংলায় নারী নির্যাতনের ঘটনা তুলে ধরতে পুজোর আগে বই বের করল BJP
বই বের করছে বিজেপি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: পুজোতেও ছুটি নেই বিজেপির। রয়েছে তাদের একগুচ্ছ কর্মসূচি। প্রতিবাদ সমাবেশ। আর এরই মধ্যে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে বই বের করতে চলেছে তারা। যার পোশাকি নাম ‘ব্ল্যাক পেপার।’ জানা যাচ্ছে, যেখানে আরজি করে পুরো ঘটনা তুলে ধরেছে বিজেপি।

গেরুয়া শিবির সূত্রে খবর, আরজি করের ঘটনার পাশাপাশি গত তেরো বছরের নারী নির্যাতনের ঘটনা জেলা ভিত্তিক পরিসংখ্যান। তার মধ্যে পার্কস্ট্রিট-সহ বিভিন্ন বড় ঘটনাকে আলাদা করে তুলে ধরা হয়েছে। এই বই তুলে ধরবেন সুকান্তরা।

দলের অধ্যাপক এবং চিকিত্সকদের টিম এই বইয়ের কাজ করেছেন বলে খবর। ২০১২ থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। বিজেপি পুজোয় যে স্টল দিচ্ছে সেখানে এই ‘ব্ল্যাক পেপার’ থাকবে। মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “২০১১ সালের আগে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক অবস্থানে ছিলাম সেখানে সকলেরই এক যুক্তি ছিল ধানতলা-বানতলা সরকার আর নেই দরকার। ২০১১ সালের পর মানুষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেন। ২০১১ সালের পর আমরা কী পেয়েছি আর পাইনি? তা নিয়েই আজ ব্ল্যাক পেপার বইটি প্রকাশ হবে।”

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “সিপিএম নন্দীগ্রামের আন্দোলনকে দমন করতে ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল। মমতাও ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেননি। পাশাপাশি মিডিয়ার সমানে বলেছেন ওই তিনদিনের দায়িত্ব আমাদের নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল। অর্থাৎ প্রথম কোনও মুখ্যমন্ত্রী সব দায়িত্ব ঝেড়ে ফেলার কাজ করেছেন। তাই ২০১১ সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালো অধ্যায় বাংলার জনগণের সামনে তুলে ধরছি।”

Next Article