BJP: ৪২ লক্ষের ফারাক মিটবে কী করে? দায়িত্ব নিয়েই অঙ্ক কষা শুরু শমীকের
BJP: চব্বিশের লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূল পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষের সামান্য বেশি ভোট। আর বিজেপির ঝুলিতে ২ কোটি ৩৩ লক্ষের সামান্য বেশি ভোট। লোকসভা নির্বাচনে দুই দলের প্রাপ্ত ভোটের পার্থক্য ৪২ লক্ষের মতো। বঙ্গ বিজেপি নেতৃত্ব রাজ্যে পালাবদলের স্বপ্ন দেখলেও এই ফারাক কীভাবে মিটবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েই শমীক ভট্টাচার্য বলছেন, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চায়। কিন্তু, ভোটের অঙ্ক কী বলছে? চব্বিশের লোকসভা নির্বাচনের তথ্য বলছে, এ রাজ্যে তৃণমূলের থেকে ৪২ লক্ষ ভোট কম পেয়েছে বিজেপি। সেই ফারাক মিটবে কী করে? এই নিয়েই এবার চুলচেরা বিশ্লেষণ শুরু করল গেরুয়া শিবির। এর জন্য পরামর্শ , হিসাব-নিকাশ চাওয়া হল দলের বিভিন্ন মোর্চা এবং সেলগুলির দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে।
চব্বিশের লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূল পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষের সামান্য বেশি ভোট। আর বিজেপির ঝুলিতে ২ কোটি ৩৩ লক্ষের সামান্য বেশি ভোট। লোকসভা নির্বাচনে দুই দলের প্রাপ্ত ভোটের পার্থক্য ৪২ লক্ষের মতো। বঙ্গ বিজেপি নেতৃত্ব রাজ্যে পালাবদলের স্বপ্ন দেখলেও এই ফারাক কীভাবে মিটবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে এই ফারাক মেটানো সম্ভব? কতটা ফারাক মেটানো যাবে, তা নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি।
সভাপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার সল্টলেকে দলীয় কার্যালয়ে দলের মোর্চা ও সেলগুলির সঙ্গে প্রথম বৈঠক করলেন শমীক। সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ও মঙ্গল পাণ্ডে উপস্থিত ছিলেন। ছিলেন বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তৃণমূলের সঙ্গে প্রাপ্ত ভোটের ফারাক মেটাতে কী পদক্ষেপ করা দরকার, তা নিয়ে বৈঠকে মোর্চা ও সেলগুলির কাছ থেকে মতামত চাওয়া হয়। বুথগুলির কী অবস্থা, তাও জানতে চাওয়া হয়।
বিজেপির মোর্চা ও সেলগুলির সক্রিয়তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। রাজনীতির কারবারিরা বলছেন, আর কয়েকমাস পর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের জন্য যে এখন থেকে ময়দানে ঝাঁপাতে হবে, মোর্চা ও সেলগুলিকে সেই বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকেই মোর্চা ও সেলগুলিকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন তিনি।





