মে মাসেই পুরনির্বাচন করাবে বিজেপি! দাবি দিলীপ ঘোষের

ঋদ্ধীশ দত্ত |

Jan 29, 2021 | 3:44 PM

আজকের সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, "মে মাসে আমরা ক্ষমতায় এসে সব পুরনির্বাচন করবো। দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে।"

মে মাসেই পুরনির্বাচন করাবে বিজেপি! দাবি দিলীপ ঘোষের
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: রাজ্যে ক্ষমতায় এসে পুরনির্বাচন (Municipal Polls) আয়োজন করবে বিজেপি (BJP)। শুক্রবার সরকারি কর্মচারী পরিষদের সভা থেকে এমনটাই বলতে শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)।

পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে গেলেও গত কয়েক বছর যাবত রাজ্যের একাধিক পুরসভা প্রশাসক নিয়োগ করে রেখেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে কোভিড পরিস্থিতির কারণে নির্বাচন অনুষ্ঠিত করা যায়নি। সেই পরিস্থিতি কেটে গেলেও পুরসভাগুলিতে নির্বাচনের বিষয়ে এখনও কোনও হেলদোল দেখায়নি রাজ্য সরকার। এই নিয়ে রাজ্যের অস্বস্তি আরও কয়েক ধাপ বাড়িয়ে এদিন ক্ষমতায় এলে পুরনির্বাচন করার কথা ঘোষণা করেছেন দিলীপবাবু।

সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, “মে মাসে আমরা ক্ষমতায় এসে সব পুরনির্বাচন করবো। দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে।” তাঁর আরও বক্তব্য, “পরিবর্তন হবেই। যে সরকার নির্বাচন করতে ভয় পায়, তাঁদের রাজনীতিতে আসা উচিত নয়। আর কয়েকদিন পর আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তারপর দল ভেঙে সবাই আসবে বিজেপিতে। দিদি এরপর লোক পাবে না নির্বাচনে দাঁড়াবার জন্য। বিধানসভায় দর্শক আসনে বসতে হবে।”

আরও পড়ুন: দ্রুত হাওড়া পুরসভার ভোট করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

আকারে-ইঙ্গিতে বিধায়ক পদত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়কেও বিজেপিতে স্বাগত জানান তিনি। পদত্যাগ প্রসঙ্গে বলেন, “উনি মুক্ত হয়েছেন, এবার আমার সঙ্গে যুক্ত হন এটাই আমার আবেদন।” সঙ্গে তীর্যক মন্তব্য, “এরপর কোনও দিন মমতাদিকে প্রশ্ন করা হবে, দিদি আপনি কি তৃণমূলে আছেন?”

আরও পড়ুন: ‘মাননীয়া মায়ের মতো, চিরঋণী থাকব’, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রাজীবের কান্না

Next Article