ভোট-বাজারে ৭৫ লক্ষ যুবককে ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’, বড় ঘোষণা বিজেপির

ঋদ্ধীশ দত্ত |

Dec 13, 2020 | 5:30 PM

রবিবার থেকেই পশ্চিমবঙ্গের বেকার যুবকরা চাকরির প্রতিশ্রুতি কার্ডে নিজেদের নাম নথিবদ্ধ করাতে পারে বলে জানিয়েছে বিজেপি। বস্তুত, এদিন এই দাবির মাধ্যমেই একুশের ভোটের আগে সবচেয়ে বড় কার্ড খেলল বিজেপি।

ভোট-বাজারে ৭৫ লক্ষ যুবককে চাকরির প্রতিশ্রুতি কার্ড, বড় ঘোষণা বিজেপির
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: বিজেপি (BJP) ক্ষমতায় এলে রাজ্যে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। ‘৭৫ লক্ষ বেকার যুবকের কাছে গিয়ে তাদের চাকরির প্রতিশ্রুতি কার্ড দেওয়া হবে। বেকারদের নাম-ঠিকানা লিখে আনা হবে’। জানিয়েছেন রাজ্যের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan)। রবিবার থেকেই পশ্চিমবঙ্গের বেকার যুবকরা চাকরির প্রতিশ্রুতি কার্ডে নিজেদের নাম নথিবদ্ধ করাতে পারে বলে জানিয়েছে বিজেপি। বস্তুত, এদিন এই দাবির মাধ্যমেই একুশের ভোটের আগে সবচেয়ে বড় কার্ড খেলল বিজেপি।

এদিন সাংবাদিক বৈঠকে মুকুল রায় দাবি করেছেন, বাংলায় এই মুহূর্তে ১৮ শতাংশ বেকারত্ব। আর মুখ্যমন্ত্রী বলছেন বেকার যুবকদের চপ ভাজতে। সিঙ্গুরে টাটার বিরুদ্ধে আন্দোলন তৃণমূলের অন্যতম বড় ভুল ছিল বলে এদিনও দাবি করেছেন মুকুলবাবু। তবে কিছুটা সাবধানী কায়দায় তিনি বলেন, ‘আমরা তো বলতে পারি না একেবারে ৭৫ লক্ষ যুবকদের চাকরি দেব। তবে এটা বলতে পারি, আমরা তাঁদের অবহিত করছি। আমরা তাঁদের সঙ্গে থাকব। চাকরি নিশ্চিত করার ব্যবস্থা করব বেকারদের।’

আরও পড়ুন: ‘বাংলা হিন্দুরাজ্য হবেই, হারের ভয়ে হতাশায় ভুগছেন মমতা’

একই সঙ্গে রবিবারের সাংবাদিক বৈঠকে মুকুল শাসকদলকে শাসিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করবেন না। গত পাঁচ বছরে একাধিক শিল্প সম্মেলন হলেও মুখ্যমন্ত্রী বিনিয়োগ আনতে পারেননি বলে দাবি এই বিজেপি নেতার। যাঁরা ছিল, তাঁরাও সিন্ডিকেট-দৌরাত্ম্যে রাজ্য ছেড়েছে। তাই রাজ্যের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে এখন থেকেই বিজেপি প্রস্তুতি শুরু করতে চলেছে।

আরও পড়ুন: তৃণমূল বহিষ্কার করেছে শুনেই মিষ্টিমুখ করালেন কনিষ্ক, বললেন ‘খুব শান্তি পেলাম’

Next Article