কলকাতা: কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় বিজেপি। ২৯ নভেম্বর সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদিও সে সভার অনুমতি নিয়ে চলছে টালবাহানা। সভার অনুমতির বিষয়টি নিয়ে জল গড়িয়েছে আদালতে। তবে এর মধ্যেই সভার প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে।
২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে সভার প্রস্তুতি হিসাবে হিসাবে ইতিমধ্যেই ৮টি ট্রেন ভাড়া করেছে বিজেপি। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ২টি, পুরুলিয়া থেকে ১টি, আসানসোল থেকে ১টি, নদিয়া থেকে ১টি এবং মেদিনীপুর থেকে ২টি ট্রেন ভাড়া করা হয়েছে। এই সব ট্রেন ভাড়া করতে ৫০ লক্ষ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এ ছাড়াও বহুবাস, লরি, ম্যাটাডোর ভাড়া করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থলেই ২৯ নভেম্বর সভা করতে চাইছে বিজেপি। ২১ জুলাই যে ভাবে মঞ্চ বাঁধা হয়, সেই কায়দাতেই মঞ্চ তৈরির ভাবনা চলছে পদ্মশিবিরের অন্দরে। সেই মঞ্চে রাজ্যের সব বিজেপি বিধায়ক এবং সাংসদদের রাখার ভাবনা, বুদ্ধিজীবীদের একাংশকে মঞ্চে রাখার ভাবনা চলছে। বঞ্চিতদেরও রাখা হবে বলে গেরুয়াশিবির সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে এই সভা করতে কয়েক কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।
যদিও এই সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এর পর সেখানে সভা করার অনুমতি দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যদিও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। শেষমেশ সভার অনুমতি মিলবে কি না, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে অনুমতি মিলুক, না মিলুক প্রস্তুতিতে খামতি রাখছে না বঙ্গ বিজেপি।