কলকাতা: রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত এখনও অব্যাহত। এ বার বিল আটকে রাখা নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন স্পিকার। স্পিকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২২টি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। সেই বিলের কী অবস্থা সে বিষয়ে বিধানসভায় রাজ্যপাল কিছুই জানাচ্ছেন না বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে রাজ্যপালকে ভুল বোঝানো হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রাজ্যপালের কাছে একাধিক বিল পড়ে থাকার বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা অফিসিয়ালি জানিয়েছি ২২টি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। কিন্তু রাজ্যপাল আমাদের কিছু বলেননি। একটা স্টেটাস রিপোর্ট পাঠিয়েছেন। কিন্তু সেখানে কোন বিলের কী অবস্থা, কোন বিলের কী ফেট হয়েছে, সে সব বিষয়ে কিছু জানাননি রাজ্যপাল। আমার কাছে অফিসিয়াল কমিউনিকেশন নেই। রাজ্যপালের উচিত তো বিধানসভাকে জানানো।” এই কথা বলতে বলতে রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন স্পিকার। এর পরই রাজ্যপালকে ভুল বোঝানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ নিয়ে বলেন, “মনে হয় ওনাকে ভুল বোঝানো হয়েছে। ডিপার্টমেন্ট হয়তো সে ভাবে বলছে না। মনে হয় না রাজ্যপাল অত খারাপ মানুষ।”
কয়েকদিন আগে অবশ্য রাজভবনের তরফে জানানো হয়, রাজ্যপালের কাছে কোনও বিল পড়ে নেই। কোন বিলের কী স্টেটাস সেটাও জানানো হয়। রাজ্যপালের ওই মন্তব্যের এবার পাল্টা দিলেন স্পিকার।
বিলের বিষয়টি আটকে থাকা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজ্যপাল যে বিল আটকে রেখেছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি বিধানসভাকে কিছু জানাচ্ছেন না। আমাদের রুল বুকে বলা হয়েছে, রাজ্যপাল সরাসরি বিধানসভাকে জানাবেন। সেটা হচ্ছে না।”