Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় আদালত অবমাননা? পাঁচ বিচারপতির বেঞ্চে হবে শুনানি

Shrabanti Saha | Edited By: অংশুমান গোস্বামী

Nov 22, 2023 | 9:13 PM

রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। ওই মামলারই শুনানি হবে নতুন বৃহত্তর বেঞ্চে। এই বেঞ্চে হাইকোর্টের দুই প্রবীণ বিচারপতিকে যুক্ত করা হয়েছে। নতুন বৃহত্তর বেঞ্চে থাকবেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি চিত্তরঞ্জন দাশ, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী।

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় আদালত অবমাননা? পাঁচ বিচারপতির বেঞ্চে হবে শুনানি
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: Calcutta High Court Website

Follow Us

কলকাতা: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানির জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। ওই মামলারই শুনানি হবে নতুন বৃহত্তর বেঞ্চে। এই বেঞ্চে হাইকোর্টের দুই প্রবীণ বিচারপতিকে যুক্ত করা হয়েছে। নতুন বৃহত্তর বেঞ্চে থাকবেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি চিত্তরঞ্জন দাশ, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী।

২০২১ সালে ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক হিংসার ঘটনার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে ব্যাপক সরব হয়েছিল বিজেপি। এর পর এ নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। দীর্ঘ দিন ধরে সেই মামলার শুনানি চলেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনাও চলেছে বিস্তর। এই মামলার প্রেক্ষিতে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশও দেয় আদালত। এ বছর ভোট পরবর্তী হিংসার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দিয়েছে নবান্ন। কিন্তু এত কিছুর পরও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পরই আদালত অবমাননার অভিযোগ তুলে মামলা দায়ের হল আদালতে। সেই মামলা শোনার জন্য গঠন করা হল পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।

Next Article