BJP Swasthya Bhawan Rally: অ্যাডিনোভাইরাসে শিশুদের মৃত্যু হচ্ছে, এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি।
বিজেপির মিছিল
Follow Us
কলকাতা: একের পর এক শিশু মৃত্যুর খবর সামনে আসছে রাজ্যে। হিসেব বলছে, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে শুক্রবার পথে নেমেছে বিজেপি। মিছিলের নেতৃত্বে রয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতেই বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
কী পরিস্থিতি হল এদিনের অভিযানে?
শুক্রবার কোলে প্রতীকী শিশু নিয়ে মিছিলে নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, তা সত্ত্বেও স্বাস্থ্য দফতর উদাসীন। আইসিইউ-র সঠিক পরিকাঠামো নেই বলেও অভিযোগ তুলেছেন তিনি।
অগ্নিমিত্রার দাবি, রাজ্য সরকারে হাতে শুধু পুলিশ আছে। সেই পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অভিযান ঠিক স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতেই বাধা দেয় পুলিশ। টেনে হিঁচড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা হয়। মহিলা কর্মীদের ঠেলে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে বিধাননগর কমিশনারেটের পুলিশের বিরুদ্ধে।
অগ্নিমিত্রা পালের সঙ্গেও ধস্তাধস্তি হয় পুলিশের। মাটিতে বসে বিক্ষোভ খাতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সময়ও কোমর্বিডিটির কথা বলেছিলেন। এবারও একই কথা বলছেন। অ্যাডিনো ভাইরাসে শিশু মৃত্যু হচ্ছে। এই অবস্থায় কেন উনি কোনও ব্যবস্থা নিচ্ছেন না?’