Sukanta Majumdar: ১৫ জনের নির্বাচন কমিটি গড়েননি শাহ-নাড্ডা? কী বললেন সুকান্ত?
Sukanta Majumdar: মঙ্গলবার (২৬ ডিসেম্বর), বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শোনা গিয়েছিল, রাজ্যে এসে ১৫ সদস্যের এক ভোট ‘ম্যানেজমেন্ট টিম’ তৈরি করে দিয়েছেন বিজেপির এই দুই শীর্ষ নেতা। কিন্তু সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ধরনের কোনও কমিটি তৈরি করা হয়নি।
কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য কোনও কমিটি তৈরি হয়নি। এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার (২৬ ডিসেম্বর), বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শোনা গিয়েছিল, রাজ্যে এসে ১৫ সদস্যের এক ভোট ‘ম্যানেজমেন্ট টিম’ তৈরি করে দিয়েছেন বিজেপির এই দুই শীর্ষ নেতা। সেই কমিটিতে চার কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির কোর কমিটির বেশ কয়েকজন সদস্যের নাম না থাকায়, এই কমিটি নিয়ে চাঞ্চল্যও তৈরি হয়েছিল। কিন্তু পরে, সুকান্ত মজুমদার জানালেন, এই ধরনের কোনও কমিটি তৈরি করা হয়নি।
মঙ্গলবার, বিধাননগরের এক হোটেলে বিজেপির এই ১৫ সদস্যের সঙ্গেই বৈঠক করেছিলেন শাহ-নাড্ডারা। তবে, সুকান্ত মজুমদার বলেছেন, “কোনও কমিটি তৈরি হয়নি। রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনও নেতার নাম থাকে না। সম্ভবত, আজকের বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, সেই লিস্ট আপনারা পেয়েছেন। আগামী দিনের রোডম্যাপ কী হবে চব্বিশের ভোটকে সামনে রেখে সেই কথা বলে গিয়েছেন ওঁরা। যে ৩৫টি সিটের টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগোবো।”
এদিন যে ১৫ জনের কমিটির কথা শোনা গিয়েছিল, তাতে বিজেপির চার জন কেন্দ্রীয় নেতার নাম ছিল – সুনীল বনশল, অমিত মালব্য, আশা লাকড়া ও মঙ্গল পান্ডে। শোনা গিয়েছিল, এই চারজন কমিটিতে পর্যবেক্ষক হিসেবে থাকবেন। বাকি ১১ জন ছিলেন রাজ্য থেকে। সেই তালিকায় নাম ছিল – জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় মাহাতো, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্দের। শোনা গিয়েছিল, কোথায়, কীভাবে প্রচার হবে, কোন কোন কেন্দ্রীয় নেতা কখন রাজ্যে প্রচারে আসবেন – নির্বাচন সংক্রান্ত এই সব কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে এই নেতাদের কাঁধে।