কলকাতা : ফের বিস্ফোরণ কলকাতায় (Blast in Kolkata)। বাগুইআটিতে এক অনুষ্ঠান বাড়িতে সোমবার সন্ধ্যায় বিস্ফোরণটি হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনায় প্রাথমিকভাবে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত তিন জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটে (Gas Cylinder Blast) বিস্ফোরণটি হয়েছে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ এবং দমকল কর্মীরা। বাগুইআটির ধারে এক ব্যাঙ্কোয়েট হলে বিবাহের অনুষ্ঠান চলছিল। সেই সময়েই হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। এখনও পর্যন্ত স্থানীয় ও দমকল সূত্রে যা খবর, ব্যাঙ্কোয়েট হলে একটি প্যানেল বক্স ছিল। ওই প্যানেল বক্সটি হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলে এখন বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। দমকলের দুটি ইঞ্জিনও পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শেখর নামের ওই ব্যাঙ্কোয়েট হলের নিরাপত্তা রক্ষী সেই সময় ইলেকট্রিকের ঘরে ছিলেন। সেই সময়েই প্যানেল বক্সটি ভেঙে পড়ে এবং দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই প্যানেল বক্সের নিচেই আটকে রয়েছে শেখরে দেহ। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন দুর্ঘটনায়। আহতদের তিনজনেক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং তারপর ইলেকট্রিক বক্সটি ভেঙে পড়ায় আগুন লাগে ব্যাঙ্কোয়েট হলটিতে। দমকল সূত্রে খবর, দুর্ঘটনার পর ব্যাঙ্কোয়েট হলটির ভিতর বেশ অনেকেই আটকে ছিলেন। এছাড়া অনুষ্ঠান বাড়ির লিফটেও কয়েকজন আটকে থাকার খবর পাওয়া যাচ্ছিল। দমকলের কর্মীরা ইতিমধ্যেই অনুষ্ঠান বাড়ির ভিতর থেকে তাদের বের করে এনেছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকা পাশাপাশি দুটি বিয়ে
আরও পড়ুন : Cyber Crime: অজানা লিঙ্ক, আচমকা ভিডিয়ো কল, এসবেই লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ, কী ভাবে বাঁচবেন?
আরও পড়ুন : Tathagata Roy : ‘খারাপ সময়ের নেতা, ক্ষমতার স্বাদে পার্টিতে আসেনি’, তথাগতর রীতেশ-পক্ষ