কলকাতা : ২৯ মে’র কাগজ এখনও পড়ে ছিল বাড়ির বাইরে। কেউ তোলেনি। শুক্রবার সকালে খবরের কাগজ দিতে এসে বিষয়টি প্রথম নজরে আসে কাগজওয়ালার। একটা পচা গন্ধও আসছিল নাকে। তখনই তাঁর মনে সন্দেহ জাগে। আশপাশের বাড়ির লোকদের খবর দেন। এরপর প্রতিবেশীরাও ডাকাডাকি করেন। কিন্তু কোনও সারা মেলে না। পচা গন্ধ তাঁদের নাকেও আসছিল। সন্দেহ আরও বাড়ে। এরপর জানলা দিয়ে উঁকি মারতেই শরীর শিউরে ওঠেন প্রতিবেশীরা। বাথরুমের ভিতরে পড়ে রয়েছে দেহ। পচন ধরে গিয়েছে শরীরে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার বিবেকানন্দ পার্কে। মৃত প্রৌঢ়ের নাম সুজিত মজুমদার (৫৭)।
বাড়িতে একাই থাকতেন সুজিত বাবু। বাথরুমে প্রৌঢ়ের দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত বাবুর দুই ভাই ও দুই বোন আছেন। তাঁরা অবশ্য কেউই ওই বাড়িতে থাকেন না। প্রতিবেশীরা সুজিত বাবুর মৃত্যুর খবর তাঁদের জানালেও, মৃত প্রৌঢ়ের পরিজনরা জানিয়ে দেন তাঁরা কেউ আসতে পারবেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা প্রায় এক সপ্তাহ ধরে সুজিত বাবুকে দেখতে পাচ্ছিলেন না। শুক্রবার সকাল থেকেই তাঁদের নাকে একটি পচা গন্ধ আসছিল। এরপর আজ যখন পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে, তখন দেহ পচন ধরতে শুরু করে দিয়েছে। মাথার চুল উঠে গিয়েছে। মাথার অংশটি পচন ধরে কালো হয়ে গিয়েছে। হাতের কিছুটা অংশও কালো হয়ে গিয়েছে পচনের কারণে।
পুলিশ ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। এলাকার এক দোকানে মাঝে মধ্যেই গিয়ে বসতেন সুজিত বাবু। কিন্তু বিগত প্রায় বেশ কিছুদিন ধরেই তিনি সেখানে যাচ্ছিলেন না। এরপর শুক্রবার সকালে খবরের কাগজ ওয়ালার মনেই প্রথম বিষয়টি নিয়ে খটকা লাগে, এরপরই দেখা যায় বাথরুমে মৃত অবস্থায় পড়ে রয়েছেন সুজিত মজুমদার।