কলকাতা : শুক্রবার থেকেই শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Assembly Session)। বিরোধী দল বিজেপির বিধায়করা শুক্রবার অধিবেশনে উপস্থিত ছিলেন না। এবার শাসক দলের বিধায়কদের জন্য একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কড়াকড়ি করা হচ্ছে বিধানসভায় হাজিরায়। শুক্রবার বিকেলে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিধায়কদের নিয়মিত আসতে হবে বিধানসভায়। দলের প্রতি আনুগত্য এবং যে মানুষদের জন্য বিধায়করা বিধানসভায় এসেছেন, তাঁদের মর্যাদা রাখতে নিয়মিত আসতে হবে। এর পাশাপাশি দলের নতুন বিধায়কদের বিধানসভার গ্রন্থাগার ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, দলের নির্দেশ মেনে অংশ নিতে হবে বিধানসভায়। অনেকেই প্রস্তাব দিয়েছেন, দুই তিনবার উপস্থিতির জন্য স্বাক্ষর করতে হবে। কিন্তু আপাতত সেই নির্দেশ কার্যকর হচ্ছে না। এমন কোনও প্রশ্ন করা যাবে না, যাতে রাজ্য সরকারকে অস্বস্তিতে পড়তে হয়। সমস্যা থাকলে বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছে। এর পাশাপাশি বিধায়কদের বকেয়া চাঁদা মেটানোর কথাও বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিধানসভায় অধিবেশন কক্ষে বিরোধী দল বিজেপির কাউকে দেখা যায়নি। বিরোধী দলের অনুপস্থিতি প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি আবেদন জানিয়েছিলাম বিরোধী দলকে আসতে। আজ আসেননি। এটা নজিরবিহীন। আমরা বিরোধী ছিলাম। হাজিরার খাতায় সই করে কক্ষে থাকিনি, এরকম নয়। আমাদের তো মাইনে কাটা গিয়েছে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিজেপির মিডিয়া সেলের তরফে জানানো হয়েছিল, শুক্রবার অধিবেশনে থাকবেন পদ্ম বিধায়করা। সূত্র মারফত জানা গিয়েছিল, বিজেপির যে বিধায়করা সাসপেন্ড নন, তাঁরা বিধানসভার কাজে অংশ নেবেন। যাঁরা সাসপেন্ড, তাঁরা আদেম্বকর মূর্তি বা পোর্টিকোতে বিধানসভার কাজ করবেন। কিন্তু শুক্রবার বিধানসভার অধিবেশন কক্ষে কোনও বিজেপি বিধায়কের দেখা মেলে না। শেষ পর্যন্ত পদ্ম বিধায়কদের বাদ দিয়েই চলে অধিবেশন। বিজেপি সূত্রে খবর, শেষ মুহূর্তে পরিষদীয় দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে পদ্ম বিধায়কদের অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যায়।