কলকাতা: প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়ার মরদেহ পৌঁছল কলকাতায়। সোমবার হায়দরাবাদে ছেলের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাসুদেব আচারিয়া। মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদ থেকে বিমানে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁর দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক বাম নেতা।
দলীয় পতাকা, ফুলের মালা নিয়ে দমদম বিমানবন্দরে প্রাক্তন সাংসদকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সিপিএম-এর কর্মী সমর্থকেরা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, প্রাক্তন সাংসদদের দেহ রাখা হবে আলিমুদ্দিনে সিপিএম-এর রাজ্য সদর দফতরে। সেখানেই দলের প্রথম সারি নেতারা শেষ শ্রদ্ধা জানাবেন তাঁকে। মঙ্গলবার রাতে মরদেহ পিস হাভেনে রাখা থাকবে। বুধবার সকালে দেহ নিয়ে যাওয়া হবে বাঁকুড়ায়।
বাসুদেব আচারিয়া শুধু ৯ বারের সাংসদ ও দীর্ঘদিনের নেতাই নয়, শ্রমিক নেতা হিসেবে তাঁর আলাদা পরিচিতি ছিল। বহু শ্রমিক আন্দোলনে পাশে থাকতে দেখা গিয়েছে বর্ষীয়ান এই নেতাকে। এমনকী সাংসদ পদ চলে যাওয়ার পরও বিভিন্ন আন্দোলনে যেতেন তিনি। তাই সেই সব সংগঠনগুলিও শ্রদ্ধা জানাতে যাবেন বলে জানা যাচ্ছে। এছাড়া পুরুলিয়ায় বাড়ি হলেও বাঁকুড়ায় ছিল তাঁর বিশাল সংখ্যক অনুগামী। বাঁকুড়া লোকসভা কেন্দ্রেরই সাংসদ ছিলেন তিনি।