Body Recovered: পাশে পড়ে স্কুটার, তার পাশে উপুড় হয়ে পড়ে দেহ, রুবিতে চাঞ্চল্য

Susovan Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2024 | 10:52 AM

Accident: সকালে পথচারীরা প্রথমে একটি স্কুটার পড়ে থাকতে দেখেন। তখনও তাঁরা দেহ দেখতে পাননি। পরে তাঁরা দেখতে পান রাস্তার ধারে পড়ে রয়েছে এক যুবকের দেহও। খবর দেওয়া হয় থানায়।

Body Recovered: পাশে পড়ে স্কুটার, তার পাশে উপুড় হয়ে পড়ে দেহ, রুবিতে চাঞ্চল্য
দুর্ঘটনাগ্রস্ত স্কুটার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  পাশে পড়ে রয়েছে স্কুটার। কিছুটা দূরে একটা দেহ। উপুড় হয়ে রাস্তার ধারে পড়েছিল। সাতসকালে রুবির ধারে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। কীভাবে মৃত্যু, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পথচারীরা প্রথমে একটি স্কুটার পড়ে থাকতে দেখেন। তখনও তাঁরা দেহ দেখতে পাননি। পরে তাঁরা দেখতে পান রাস্তার ধারে পড়ে রয়েছে এক যুবকের দেহও। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আদৌ দুর্ঘটনা নাকি খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে সেটাই দেখা হচ্ছে। আপাতত দেহটি শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। আশপাশের দোকানিদেরও জিজ্ঞাসাবাদ করেছেন, কেউ কিছু দেখেছেন কিনা। তদন্তকারীরা মনে করছেন, ঘটনার অনেক রাতের হতে পারে। সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজই একমাত্র ভরসা।

Next Article
Bijoygarh: বিধ্বংসী আগুন বিজয়গড়ে, দাউদাউ করে জ্বলছে বাজার
Governor: আবক্ষ মূর্তি নিয়ে তোলপাড় রাজনীতি, এবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেন খোদ রাজ্যপাল