Governor: আবক্ষ মূর্তি নিয়ে তোলপাড় রাজনীতি, এবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেন খোদ রাজ্যপাল

Deeksha Bhuiyan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2024 | 10:52 AM

Governor C V Anand Bose: ভারতীয় জাদুঘরের তরফে তাঁকে মূর্তিটি উপহার হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু, রাজ্যপাল স্বয়ং সেই মূর্তি উন্মোচন করায় কটাক্ষ করেছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন।"

Governor: আবক্ষ মূর্তি নিয়ে তোলপাড় রাজনীতি, এবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেন খোদ রাজ্যপাল
মূর্তি ঘিরে তোলপাড় রাজনীতি
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যপালের নিজের আবক্ষ মূর্তি উন্মোচন নিয়ে রাজনৈতিক তোলপাড়। তার মাঝেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মূর্তি নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরি করলেন। বাংলার রাজ্যপাল হিসাবে দু বছর পূর্তি উপলক্ষে কে বা কারা এই মূর্তি এনেছিল, তা রাজভবন জানে না বলেই জানানো হচ্ছে। কে কোন উদ্দেশ্যে এই মূর্তি এনে উপহার দিয়েছেন, কিংবা উপহার দেওয়ার নামে রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছেন কি না – সব কিছুই খতিয়ে দেখছেন রাজ্যপাল।

সূত্রের খবর, ভারতীয় জাদুঘরের তরফে তাঁকে মূর্তিটি উপহার হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু, রাজ্যপাল স্বয়ং সেই মূর্তি উন্মোচন করায় কটাক্ষ করেছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন।”

তবে রাজভবনের তরফ থেকেও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “অনেক শিল্পী তাঁদের শিল্পকর্ম মাননীয় রাজ্যপালকে উপহার দেন। অনেক চিত্রশিল্পী মাননীয় রাজ্যপালের প্রতিকৃতি এঁকে তাঁকে উপহার দিয়েছেন। অনুরূপভাবে, এক সৃষ্টিশীল ভাস্কর মাননীয় রাজ্যপালের একটি মূর্তি তৈরি করে উপহার দিয়েছিলেন। ” শাসকদলের কটাক্ষের জবাবে বলা হয়েছে, “দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাকে ‘নিজের মূর্তি উন্মোচন’ বলে উল্লেখ করা হয়েছে।”

Next Article
Body Recovered: পাশে পড়ে স্কুটার, তার পাশে উপুড় হয়ে পড়ে দেহ, রুবিতে চাঞ্চল্য
Sujay Krishna Bhadra: কালীঘাটের কাকুর জামিন মামলা উঠল হাইকোর্টে, আদালত কী নির্দেশ দিল?