কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মামলা ছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দীর্ঘদিন পর তাঁর জামিন মামলার শুনানি ছিল। তবে রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠে মামলা। দীর্ঘ দিন শুনানির পর শেষ হয় মামলা। এর আগে এই মামলা শুনছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পরবর্তী কালে, ডিটারমিনেশন চেঞ্জ হওয়া মামলা আসে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আজ ইডির তরফে জামিনের বিরোধিতায় একটি রিটেন নোট জমা পড়ে আদালতে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয় কৃষ্ণ প্রথম থেকেই ইডি আধিকারিকদের সন্দেহর তালিকায় ছিলেন। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ সব নথি উদ্ধার করে তদন্তকারী এজেন্সি। এমনকী সুজয় ঘনিষ্ঠ এক সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার সঙ্গে কথোপকথনের অডিয়ো রেকর্ডিংও পেয়ে যান আধিকারিকরা। পরে ‘কাকুর’ কণ্ঠস্বর মিলে যায় ফরেন্সিক রিপোর্টে। এরপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি আসবে বড় কোনও ক্লু?