Bus: খুচরোর হয়রানি আর নয়, সরকারি বাসের টিকিট কেটে ফেলুন বাসে ওঠার আগেই, বড় উদ্যোগ রাজ্যের পরিবহন দফতরের

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 30, 2024 | 7:21 AM

Bus: বাস স্টপেজে থাকবে ডিসপ্লে বোর্ড। প্রতিটি বাসে বর্তমানে ভিএলটিডি বা জিপিএস সিস্টেম রয়েছে। যেটা যুক্ত থাকবে এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে। একইসঙ্গে তিনি যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে কোন বাস কোথায় রয়েছে কখন কোন বাসস্টপেজে দাঁড়াবে, সেটাও যুক্ত হয়ে যাবে।

Bus: খুচরোর হয়রানি আর নয়, সরকারি বাসের টিকিট কেটে ফেলুন বাসে ওঠার আগেই, বড় উদ্যোগ রাজ্যের পরিবহন দফতরের

Follow Us

কলকাতা: এবার থেকে ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমেই সরকারি বাসের টিকিট কাটা যাবে। শুক্রবার পরিবহন দফতরের ময়দান তাঁবু থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু সরকারি বাসের টিকিট নয়, একইসঙ্গে কাটা যাবে জলপথে পরিবহনের ফেরি সার্ভিসেরও টিকিট। এদিন মন্ত্রী তিনি জানান, ‘যাত্রীসাথী’ অ্যাপ অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায়। এই অ্যাপের মাধ্যমে বহু মানুষ ট্যাক্সি বা অন্যান্য গাড়ি বুক করা যাচ্ছে।

বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে AC-39, AC- 50A, AC-37A, V-1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12, S-66 এই ১২টি সরকারি বাসের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর একটি কিউ আর কোড মোবাইলে চলে আসবে। সেটা বাসে উঠে কন্ডাক্টরকে দেখালে, মেশিনের সাহায্যে টিকিট বের করে দেওয়া হবে।

একইসঙ্গে, নিউ টাউন মডেলে এবার কলকাতার বাস স্টপগুলিও সেজে উঠবে। নিউটাউনে প্রতিটি বাস স্টপেজে এলইডি ডিসপ্লে বোর্ড আছে। সেখানে কোন বাস কতক্ষণ পর কোথায় আছে, তার উল্লেখ থাকে। কলকাতার প্রতিটি বাস স্টপেজে সেই এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী। আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ হবে।

প্রতিটি বাসে বর্তমানে ভিএলটিডি বা জিপিএস সিস্টেম রয়েছে। যেটা যুক্ত থাকবে এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে। একইসঙ্গে তিনি যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে কোন বাস কোথায় রয়েছে কখন কোন বাসস্টপেজে দাঁড়াবে, সেটাও যুক্ত হয়ে যাবে। আপাতত সরকারি বাস যুক্ত করা হলেও, আগামিদিনে বেসরকারি বাসকেও এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।

এদিন ময়দান তাঁবুতে বেসরকারি বাস সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী এবং পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন। এই প্রযুক্তির বাস্তবায়ন যাঁরা করছেন, সেই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, যাত্রী হয়রানির কথা এদিন স্বীকার করলেন রাজ্যে পরিবহন মন্ত্রী। বারবার অভিযোগ ওঠে, সরকারি বাস স্টপেজে না দাঁড়িয়ে বেরিয়ে যায়। চালক বা কন্ডাক্টার দাঁড়াতে চান না, এ কথা স্বীকার করে নেন মন্ত্রী। এটা নিয়ে তিনি নিগমের সঙ্গে কথা বলে সরকারি বাস চালকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

Next Article