কলকাতা: ‘দানা’র পর পূর্ব উপকূলের পথে আরও এক ঘূর্ণিঝড়। মৌসম ভবন বলছে বিকেলেই তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল-এর ল্যান্ডফল হতে চলেছে। তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত। ফেইঞ্জাল নামটি সৌদি আরবের দেওয়া। অর্থ, এক কাপ কফি। ‘কফি’র ঘূর্ণিতে ঝড় তামিলনাড়ুতে! অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে জারি লাল সতর্কতা। হাওয়া অফিস বলছে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিমি/ঘণ্টা।
ইতিমধ্যেই গোটা চেন্নাইজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেখা মিলছে। ঘূর্ণিঝড়ের মুখ তামিলনাড়ুর দিকে হাওয়ায় বাংলায় সেই অর্থে দুর্যোগের ছবি দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। তবে দূর থেকেই বাংলায় বৃষ্টি পাঠাল ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। শনিবার সকাল থেকেই হালকা বৃষ্টি উপকূল ও লাগোয়া জেলায়। রবিবারও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জেলায়। তবে এ সময়ের মধ্যে শীতপ্রেমীদের মাথায় হাত। ঘূর্ণিঝড়ের মেঘে ঠান্ডার একেবারে দফারফা।
আবহাওয়া দফতর বলছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু আলিপুরেরই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। তবে তবে মেঘ-বৃষ্টিতে দিনে সোঁদা ঠান্ডার আমেজ থাকছে। হাওয়া অফিস বলছে, এদিন স্বাভাবিকের নীচেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তবে শুধু শীতপ্রেমী নয়, মাথায় হাত আলু চাষিদেরও। বৃষ্টি বাড়লে সদ্য লাগানো আলু পচে যাওয়ার আশঙ্কা। আলুচাষ পিছোলে চাষির খরচ বাড়বে, কমবে ফলন। গত ডিসেম্বরে মিগজাউমের প্রভাবেও আলুচাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। মাটি ভিজে আলুচাষ পিছিয়ে যাওয়ায় মার খায় ফলন। যার জেরে এখনও আলুর দাম আকাশছোঁয়া। সে কারণেই এবার ফেইঞ্জালের নাম শুনতেই পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমান জুড়ে আশঙ্কার মেঘ।