Bowbazar: প্রতিবেশীকে গালিগালাজ-ধাক্কাধাক্কি, বৌবাজারে মৃত্যু এক ব্যক্তির
Bowbazar news: স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ কলুটোনা লেনে যাচ্ছিলেন ইজহার আহমেদ। বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলতে-বলতে যাচ্ছিলেন তিনি। সেই সময় সেলিম নামে অপর প্রতিবেশীর সঙ্গে তাঁর বিবাদ শুরু হয় বলে খবর।

কলকাতা: বৌবাজারে ভয়ঙ্কর ঘটনা। প্রতিবেশীর মারে মৃত্যু অপর প্রতিবেশীর। ফোনে গালিগালাজ করা নিয়ে এক প্রতিবেশীর ধাক্কায় অপরজনের মৃত্যুর অভিযোগ। বউবাজার থানার অন্তর্গত গোপাল চন্দ্র লেনের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ কলুটোনা লেনে যাচ্ছিলেন ইজহার আহমেদ। বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলতে-বলতে যাচ্ছিলেন তিনি। সেই সময় সেলিম নামে অপর প্রতিবেশীর সঙ্গে তাঁর বিবাদ শুরু হয় বলে খবর।
ইজহার আহমেদের মেয়ের দাবি, ফোনে অন্য কারও সঙ্গে তাঁর বাবা উত্তেজিত ভাবে কথা বলছিলেন। সেই শুনে সেলিম বলতে থাকে ইজহার তাঁকে উদ্দেশ্য করেই গালিগালাজ করছে। এ নিয়ে দু’জনের বিবাদ শুরু হয়। অভিযোগ সেলিমের ধাক্কায় মাটিতে পড়ে যান ইজহার। এরপর তাঁর বুকে ব্যথা শুরু হয়ে যায়। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে চিকিৎসা শুরু হওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ। মৃতের ভাই বলেন, “ওঁরা মারওয়াড়ি মুসলিম লোক। আমার ভাইয়ের হার্টের অপারেশন ছিল। ভাই দোকানে যাচ্ছিল। ওরা গালিগালাজ করছিল। আমার বাড়ির উপরেই থাকে ওরা। এটা একবারের ঘটনা নয়। বারবারের ঘটনা। আজ আমার ভাইকে মেরে ফেলল।”

