কলকাতা: ৬৬১ দিন ধরে রাস্তায় বসে চাকরিপ্রার্থীরা। এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। নিয়োগের জন্য উদ্যোগী রাজ্য সরকারও। সরকারের তরফে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও, তা আটকে রয়েছে আইনি জটে। এদিনও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে দেখা করতে এসেছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। সরকার নিয়োগের পক্ষে, এই আশ্বাস শুনেই বাড়ি ফিরলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু কবে নিয়োগ মিলবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত দিনক্ষণ জানতে পারলেন না চাকরিপ্রার্থীরা। তাঁরা বলছেন, “যোগ্য প্রার্থীদের নিয়োগ যাতে অতি দ্রুত হয়, যাতে আর রাস্তার ধারে বসে মশার কামড় খেতে না হয়, সেই আবেদন নিয়েই দেখা করতে এসেছিলাম। তিনি বলেছেন, যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য তাঁর সর্বাত্মক চেষ্টা থাকবে।”
কিন্তু কবে নিয়োগ হবে, বর্তমান পরিস্থিতিতে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বুধবার তাঁকে প্রশ্ন করায় তিনি বলেন, “চাকরিপ্রার্থীরা কি বলছেন সরকারের সদিচ্ছার অভাব রয়েছে? তা তাঁরা বলতে পারেন না।” নিয়োগের বিষয়ে রাজ্যের অবস্থানের বিষয়ে প্রশ্ন করায় তিনি বলেন, “সরকারের অবস্থান আগে যা ছিল, এখনও তাই আছে। আইন অনুযায়ী মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে সরকার নিয়োগ করতে চায়। আইনি পরামর্শ নিয়ে প্রয়োজনে কোর্টের হস্তক্ষেপে নিয়োগ হলে, সরকার তাতেও রাজি। আদালত যদি আমাদের সঙ্গে কাউকে আলোচনায় বসার পরামর্শ দেয়, আমরা তাতেও রাজি আছি।”
শিক্ষামন্ত্রী বললেন, “আদালত যেভাবে বলবে, আমরা সেভাবে নিয়োগ করতে রাজি আছি। আমরা চাই সমস্ত যোগ্য়দের চাকরি হোক। আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক নেই। যোগ্যতা ও মেধার সঙ্গে চাকরির সম্পর্ক আছে এবং আইনসঙ্গতভাবে সম্পর্ক আছে। আইনি পন্থায় সব যোগ্যদের চাকরি হোক। আজ যাঁরা দেখা করতে এসেছিলেন, তাঁরা রাজ্য সরকারের উপর, মুখ্যমন্ত্রীর মানবিকতার উপর তাঁরা যথেষ্ট সহানুভূতিশীল।”
কিন্তু কবে মিলবে চাকরি? প্রশ্ন করায় মন্ত্রী বললেন, “কবে… তা আমার পক্ষে কি দিনক্ষণ বলা সম্ভব? এটি একটি আইনি বিষয়। আইনি বিভিন্ন জটিলতায় ঝুলে আছে।”