Ronaldinho meets Mamata: মমতার দুয়ারে রোনাল্ডিনহো, কালীঘাট থেকে পেলেন ফুটবল উপহার

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Oct 16, 2023 | 4:15 PM

Ronaldinho in Kolkata: সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানাতে শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী।

Ronaldinho meets Mamata: মমতার দুয়ারে রোনাল্ডিনহো, কালীঘাট থেকে পেলেন ফুটবল উপহার
কালীঘাটে মমতার বাড়িতে রোনাল্ডিনহো
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুজোর মরশুমে ফুটবল পাগল বাঙালির কাছে বাড়তি পাওনা ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho)। শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখেছেন তিনি। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন তিনি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানাতে শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় ও রোনাল্ডিনহো

মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে রোনাল্ডিনহোকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। এছাড়া ময়দানের বেশ কিছু ক্লাব কর্তারাও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে। রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সুজিত বসুও উপস্থিত ছিলেন সেখানে। আজ সকালেই শ্রীভূমির পুজো মণ্ডপে গিয়েছিলেন রোনাল্ডিনহো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে। এছাড়া একটি ফুটবলও উপহার হিসেবে রোনাল্ডিনহোর হাতে তুলে দেন তিনি। কলকাতার বিভিন্ন ক্লাবকর্তারা জার্সিও উপহার দেন ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

রোনাল্ডিনহোকে ফুটবল উপহার মমতার

শারীরিক অসুস্থতার মধ্যেই রোনাল্ডিনহোকে স্বাগত জানানোর জন্য বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। বিকেলে রোনাল্ডিনহোকে স্বাগত জানিয়ে নিজের বাড়ির ভিতরে নিয়ে যান মমতা। প্রায় ১৮ মিনিট মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা।

প্রসঙ্গত, রাজ্যের ফুটবল পরিকাঠামোকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই স্পেন সফরে গিয়েছিলেন তিনি। সেখানেও তাঁর সঙ্গে ছিলেন কলকাতার তিনটি বড় ক্লাবের কর্তারা। ময়দানের ফুটবল কর্তাদের সঙ্গে নিয়ে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার ফুটবলকে কীভাবে আরও উন্নত করা যায়, সেই নিয়ে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন তিনি। লা লিগাও আগ্রহী হয়েছে বাংলার ফুটবল পরিকাঠামোয় প্রশিক্ষণের দিকে সাহায্য করার। এসবের মধ্যেই আজ কলকাতা সফরকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ব্রাজিলিয়ান তারকা।

Next Article