কলকাতা: সোমবার হঠাৎ বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভা। নির্দিষ্ট সময়ে বিধানসভায় প্রবেশ করতে দেখা যায় শাসক ও বিরোধী দলের বিধায়কদের। অধিবেশন শুরু হয় ঠিক দুপুর ১২ টায়। দুটি বিল পেশও করে শাসক দল। কিন্তু সেই বিল নিয়ে আলোচনার আগেই অধিবেশন মুলতুবি করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একদিকে, বিরোধীদের দাবি, বিল নিয়ে রাজ্যপালের অনুমোদন পাওয়া যায়নি বলেই এই সিদ্ধান্ত অধ্যক্ষের। রাজ্যপাল সই করেননি বলেই যে বিল নিয়ে আলোচনা হয়নি, সে কথা কার্যত স্বীকার করে নিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। অন্যদিকে, স্পিকার বলছেন, আলোচনা হতেই পারে, তার জন্য রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন নেই।
মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বেতন বৃদ্ধির জন্য ভাতা সংক্রান্ত আইনে সংশোধনী আনা প্রয়োজন। নিয়ম হল, অর্থনৈতিক কার্যকলাপ সংক্রান্ত কোনও বিল পেশ করতে হলে আগে রাজ্যপালের সম্মতি নিতে হয়। সে কারণেই এ ক্ষেত্রে সম্মতি চেয়ে ফাইল পাঠানো হয়েছিল। কিন্তু অধিবেশন বসলেও, সেই ফাইল সই হয়ে ফেরত আসেনি রাজভবন থেকে।
বিরোধী দলের দাবি, রাজ্যপালের সম্মতি ছাড়া এভাবে বিল পেশ করা বেআইনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই দাবি জানিয়েছেন। এই ইস্যুতে সোমবার বিধানসভার ভিতরে ও বাইরে বিক্ষোভও দেখান বিজেপি বিধায়কেরা। এমনকী অধিবেশন কক্ষে এই বিষয়ে শুভেন্দু প্রশ্নও করেন স্পিকারকে।
অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, রাজ্যপাল সই না করায় বিল নিয়ে আলোচনা হয়নি, শুধুমাত্র বিল পেশ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিল পেশ করার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন লাগে আর বিল পাশ হওয়ার পর সম্মতি লাগে।
তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আলোচনার জন্যও সম্মতি লাগে না। তিনি বলেন, বিল পেশ বেআইনি নয়। বিরোধীরা এ কথা বলছেন ভুল ধারনার বশবর্তী হয়ে। তাঁর দাবি, বিল নিয়ে আলোচনাও করা যেতে পারত রাজ্যপালের অনুমোদন ছাড়াই। তবে প্রাক্তন বিধায়কের মৃত্যু হওয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।