West Bengal News Today Live: এখনও অধরা আলিম মোল্লা, দক্ষিণ দিনাজপুরে মিমের শক্তিবৃদ্ধি, জেনে নিন রাজ্য রাজনীতির হালহকিকত
Breaking News in Bengali Live Updates: নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোট ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আক্রমণ, পাল্টা আক্রমণ। দলবদল। রাজ্য রাজনীতিতে প্রতিদিন ঘটনার ঘনঘটা। প্রতিদিনের সেইসব ঘটনাই লাইভ নিউজের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। জেনে নিন রাজ্য রাজনীতির প্রতিদিনের খুঁটিনাটি খবর।

LIVE NEWS & UPDATES
-
পূর্ব মেদিনীপুরে খসড়া তালিকায় বাদ পড়বে দেড় লক্ষের নাম?
SIR প্রক্রিয়ায় ফর্ম সংগ্রহ ও কমিশনের ওয়েবসাইটে আপলোডের প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। এদিন ছিল ফর্ম জমা দেওয়ার শেষদিন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল প্রাথমিকভাবে জানিয়েছেন, মৃত ও স্থানান্তরিত মিলিয়ে ১ লক্ষ ৪১ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়। প্রায় ৬৫ হাজার ভোটারের নাম মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে স্থানান্তরিত ভোটারদের চূড়ান্ত সংখ্যা জানা যায়নি। জেলাশাসক বলেন, “বৃহস্পতিবার ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। যে সব ভোটার কাজের সূত্রে বিদেশে থাকেন, তাঁদের ক্ষেত্রে অনলাইন ফর্মও জমা পড়েছে। সবকিছু খতিয়ে দেখার পরই বাদ যাওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা জানা সম্ভব হবে।”
-
এখনও অধরা আলিম মোল্লা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িত ধাক্কার ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্ট। কিন্তু, এখনও অধরা ঘাতক গাড়ির চালক আমিল মোল্লা। ২ দিন পরও পুলিশ তাঁকে গ্রেফতার করতে না পারায় প্রশ্ন উঠছে। ইতিমধ্যে অভিযোগকারী ভোলানাথ ঘোষ ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘাতক গাড়ির চালক আলিম মোল্লা, শেখ শাহজাহান-সহ মোট ৮ জনের বিরুদ্ধে। এদিন সকাল থেকে দুর্ঘটনাস্থল ও দুর্ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে যে পেট্রল পাম্পে ভোলানাথ ঘোষের গাড়ি ও লরিটিকে রাখা হয়েছে, সেখানে কোনওরকম নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে কি না, সেই প্রশ্ন উঠছে।
-
-
দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়াল মিম

ফের দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ও আইএসএফে ভাঙন। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন। এমনকি আইএসএফেও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মিম পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এরপরই তৃণমূল ও আইএসএফ থেকে প্রায় ৩০ জন মিমে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিমের জেলা সভাপতি উম্মেদ আলি খান, জেলা সহ সভাপতি হায়দার আলি, হরিরামপুর ব্লক নেতা মাবুদ হাসান-সহ একাধিক নেতৃত্ব। যদিও রাজ্যের শাসকদলের দাবি, তৃণমূল থেকে কেউ মিমে যোগদান করেননি।
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেকও বাকি নেই। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দল পরিবর্তনের নানা ঘটনা সামনে আসছে। আবার রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। তার আগে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষীর গাড়িতে লরির ধাক্কায় ২ জনের মৃত্যু নিয়েও নানা প্রশ্ন উঠছে। সবমিলিয়ে রাজ্য রাজনীতিতে প্রতিদিন ঘটনার ঘনঘটা। প্রতিদিনের সেইসব ঘটনাই লাইভ নিউজের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। জেনে নিন রাজ্য রাজনীতির প্রতিদিনের খুঁটিনাটি খবর।
Published On - Dec 12,2025 9:41 AM
