
কলকাতা: শাহি বৈঠকের পরেই তাঁকে নিয়ে নতুন চর্চা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। কিন্তু আচমকা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিচিত মেজাজটা যেন উধাও। খড়গপুরে চা-চক্রের দেখা গেল বড়সড় বদল। সাফ বলে দিলেন তিনি আর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাঠ কাঁপানো নেতা কেন হঠাৎ সংবাদমাধ্যম থেকে দূরত্ব তৈরি করলেন, তা নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
পুরুলিয়ায় সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার।
বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। তৃণমূলকে তাড়াতে না পারলে বাড়ি-ঘর লুঠ হয়ে যাবে: সুকান্ত
বাংলাদেশে দীপু চন্দ্র দাস, খোকন দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হল, তৃণমূলের মুখে একটাও কথা নেই। তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, এখানে তো নয়, তাই চুপ: সুকান্ত
ভোট এল না তার আগেই পারদ চড়ছে ভাঙড়ে। আরাবুল ইসলাম-কাইজার আহমেদ বনাম শওকত মোল্লার লড়াইয়ে তুলকালাম বেধেছে। আরাবুলের পুত্র হাকিবুলের গাড়িতে হামলার অভিযোগ। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিস্তারিত পড়ুন: Bhangar: আরাবুলের ছেলের উপর হামলা, নাম জড়াল শওকত অনুগামীদের
সদ্যই মালদহে জেলা সভাপতির দায়িত্ব পেয়েছিলেন মৌসম নূর। কিন্তু সেই সব পাঠ চুকিয়ে আবারও দলবদল করে ফিরেছেন কংগ্রেসে। কিন্তু কেন এই বদল? মৌসম গতকালই জানিয়েছিলেন পুরো পরিবার একসঙ্গে মিলে লড়াই করবেন সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে তৃণমূল বলছে অন্য কথা। মৌসমকে কংগ্রেসে নিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরক দাবি করলেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তাঁর আরও দাবি, শুভেন্দু অধিকারীই মৌসমকে তৃণমূলে আনেন।
বিস্তারিত পড়ুন: Mausam Noor: মৌসমের দলবদলের পিছনে আসলে ছিলেন ইনি? বড় দাবি করল তৃণমূল
নির্বাচনের আগে বড় নিদান দিলেন বিজেপি নেতা। এলাকার পুরুষ মানুষরা যাতে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখে সেই পরামর্শ তাঁর। তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন, সেই সময় যেন স্বামীরা তাঁদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখেন। বিজেপি নেতার এই বক্তব্যের পরই তীব্র বিতর্ক তৈরি হয়েছে এলাকায়।
বিস্তারিত পড়ুন: BJP Leader: ‘লক্ষ্মীর ভান্ডার নেওয়ার TMC-কে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন’, স্বামীদের নিদান দিলেন BJP নেতা