Buddhadeb Bhattacharya: শিরায় প্রবেশ করানো হবে রাসায়নিক, কীভাবে সম্পন্ন হবে বুদ্ধবাবুর দেহদানের প্রক্রিয়া

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 08, 2024 | 7:47 PM

Buddhadeb Bhattacharya: মরণোত্তর দেহদানের কথা ঠিক ছিল আগেই। শুক্রবার হাসপাতালে জমা দেওয়া হবে অঙ্গীকারপত্র। এরপর দেহ সংরক্ষণ করা হবে হাসপাতালের নির্দিষ্ট কক্ষে। ভবিষ্যতের চিকিৎস অর্থাৎ ডাক্তারি পড়ুয়াদের গবেষণার কাজে লাগবে সেই দেহ।

Buddhadeb Bhattacharya: শিরায় প্রবেশ করানো হবে রাসায়নিক, কীভাবে সম্পন্ন হবে বুদ্ধবাবুর দেহদানের প্রক্রিয়া

Follow Us

কলকাতা: বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ। বৃহস্পতিবার রাতে রাখা হবে পিস ওয়ার্ল্ডে রাখা হবে। শুক্রবার সারাদিন বিধানসভা, মুজফফর আহমেদ ভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুগামীরা। এরপর বিকেলে তাঁর দেহ দান করে দেওয়া হবে এনআরএস হাসপাতালে।

মরণোত্তর দেহদানের কথা ঠিক ছিল আগেই। শুক্রবার হাসপাতালে জমা দেওয়া হবে অঙ্গীকারপত্র। এরপর দেহ সংরক্ষণ করা হবে হাসপাতালের নির্দিষ্ট কক্ষে। ভবিষ্যতের চিকিৎস অর্থাৎ ডাক্তারি পড়ুয়াদের গবেষণার কাজে লাগবে সেই দেহ।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে বুদ্ধবাবুর কোনও নিকট আত্মীয় ওই অঙ্গীকারপত্র জমা দেবেন হাসপাতালে। তারপর দেহ সংরক্ষণের জন্য শিরায় প্রবেশ করানো হবে বিশেষ রাসায়নিক। চিকিৎসার ভাষায় এই পদ্ধতিকে বলা হয়, এমব্লেমিং। যে কন্টেনারে দেহ সংরক্ষণ করা হবে, তার বাইরেও থাকবে বিশেষ রাসায়নিকের প্রলেপ। দেহদানের প্রক্রিয়ার সময় হাসপাতালের অ্যানাটমি বিভাগে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা। সেই জন্য হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করা হচ্ছে।

অ্যানাটমি বিভাগের অধ্যাপক অভিজিৎ ভক্ত এই প্রসঙ্গে বলেন, “তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি চিকিৎসার গবেষণার কাজে প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন বলেই এই অঙ্গীকার করেছেন। যথাযথ মর্যাদায় সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দেহ যেন হবে বইয়ের একটি পাতা।”

কোনও বিশেষ ব্যবস্থা থাকবে না বুদ্ধবাবুর জন্য, তবে চিকিৎসক বলছেন, বুদ্ধবাবু সবাইকে অনুপ্রাণিত করে যাবেন। কীভাবে মৃত্যুর পরও বেঁচে থাকা যায়, সেটাই শিখিয়ে যাবেন তিনি।

Next Article