কলকাতা: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। চিরাচরিত নিয়ম মেনে রাজ্যের নয়া রাজ্যপালের বাজেটি-ভাষণ পাঠের মধ্যে দিয়েই শুরু হবে বাজেট অধিবেশন। এবারই রাজ্যপাল সি.ভি আনন্দ বোস বিধানসভায় তাঁর প্রথম ভাষণ দেবেন। যদিও তিনি ভাষণ সম্পূর্ণ পাঠ করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকেই এই আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের মন্ত্রী-বিধায়কেরা।
শেষ কয়েক বছরে বিরোধীদের প্রবল চিৎকার-চেঁচমেচি, হই-হট্টগোল, স্লোগানে সম্পূর্ণ ভাষণ পাঠ করতে পারেননি রাজ্যপাল। এমনকি, চলতি বছরের বাজেট অধিবেশনেও বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জেরে রাজ্যপাল জগদীপ ধনখড় ভাষণ সম্পূর্ণ করতে পারেননি। এমনকি ভাষণ সম্পূর্ণ না করেই তিনি বেরিয়ে যেতে যান। যদিও শাসকদল তাঁকে বাধা দেয় এবং শেষ পর্যন্ত রাজ্যপালকে তাঁর ভাষণ টেবিল করতে হয়। সেটা করেই অধিবেশন কক্ষ ছাড়েন রাজ্যপাল। ফলে এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা মন্ত্রী-বিধায়কদের। যদিও রাজ্যপাল পুরো ভাষণ পাঠ করতে পারবেন বলে আশাবাদী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সুষ্ঠুভাবে বাজেট অধিবেশন সম্পন্ন করতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করে রাজ্যের সকল মন্ত্রীকে নিজেদের দফতরের কাজকর্ম সম্পর্কে অবগত থাকার নির্দেশ দিয়েছেন। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয়, সে ব্যাপারেও বিশেষ সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টি নিয়ে তদারকি করতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন তিনি। তবে বাজেট অধিবেশন শুরুর দিন স্থির হলেও বাজেট কবে পেশ হবে, তা এখনও স্পষ্ট করেনি নবান্ন।
উল্লেখ্য, জানুয়ারির শেষ সপ্তাহে সংসদে বাজেট পেশ করবে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশ করার কথা। তার পরের মাসেই রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে।