Local Train : সোম-মঙ্গল শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, বাতিলের তালিকায় কোন কোন ট্রেন

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Mar 12, 2023 | 12:24 PM

Local Train : রবিবার শিয়ালদা মেন শাখায় ২৬ জোড়া ট্রেন বাতিল আছে। দুর্ভোগ বাড়ছে যাত্রীদের।

Local Train : সোম-মঙ্গল শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, বাতিলের তালিকায় কোন কোন ট্রেন
ট্রেন বাতিল।

Follow Us

কলকাতা : ভোগান্তি যেন বাড়ছেই। নন-ইন্টার লকিংয়ের কাজের জন্য বিগত কয়েকদিন ধরে দফায় দফায় ট্রেন বাতিল হচ্ছে শিয়ালদায় (Sealdah)। ট্রেন বাতিল (Local Train) হওড়া শাখাতেও। এদিকে পূর্ব রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে আগামী ১৪ মার্চ মঙ্গলবার পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল (Local Train) থাকছে শিয়ালদায়। বাতিল থাকছে দূরপাল্লার ট্রেন। ঘুরপথে চলবে অনেক ট্রেন। এদিকে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্য়মিক পরীক্ষা। তারমধ্যে ট্রেন বাতিলের খবর উদ্বেগ আরও বেড়েছে। এদিন রবিবারও বাতিল রয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। ভোগান্তি শিয়ালদা (Sealdah) মেন শাখার ট্রেন যাত্রীদের।

রবিবার শিয়ালদা মেন শাখায় ২৬ জোড়া ট্রেন বাতিল আছে। তবে রবিবার ছুটির দিন থাকায় অফিস যাত্রীদের ভিড় অনেক কম। নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় এই দুর্ভোগ। এই কাজের জন্যই নিত্যযাত্রীদের আগামীকাল ও পরশু দুর্ভোগ পোহাতে হবে। ১৩ মার্চ সোমবার আপ লাইনে বাতিল থাকছে –  

31613 (রানাঘাট), 41313 (নৈহাটি), 31471 (নৈহাটি), 31415 (নৈহাটি), 31319 (কল্যাণী সীমান্ত), 31323 (কল্যাণী সীমান্ত), 31827 (কৃষ্ণনগর), 31471 (নৈহাটি), 31427 (কৃষ্ণনগর), 31423 (5333), ), 31331 (কল্যাণী সীমান্ত), 31333 (কল্যাণী সীমান্ত), 31601 (রানাঘাট), 31437 (নৈহাটি), 31439 (নৈহাটি), 31337 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত) 31347), , 31813 (কৃষ্ণনগর), 31151 (বর্ধমান), 31111 (কাটোয়া), 37521 (ব্যান্ডেল), 37541 (ব্যান্ডেল), 37555 (ব্যান্ডেল)।


ডাউন লাইনে বাতিল –

31416 (নৈহাটি), 31602 (রানাঘাট), 31418 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31320 (কল্যাণী সীমান্ত), 31322 (কল্যাণী সীমান্ত), 31824 (কৃষ্ণনগর), 31424 (কৃষ্ণনগর), 3143338 (Naihati) (314338), ), 31330 (কল্যাণী সীমান্ত), 31332 (কল্যাণী সীমান্ত), 31634 (রানাঘাট), 31440 (নৈহাটি), 31444 (নৈহাটি), 31336 (কল্যাণী সীমান্ত), 31538 (শান্তিপুর), 31538 (শান্তিপুর), 3108 (3108), , 31802 (কৃষ্ণনগর), 31152 (বর্ধমান), 31112 (কাটোয়া), 37522 (ব্যান্ডেল), 37542 (ব্যান্ডেল), 37556 (ব্যান্ডেল)।

১৪ মার্চ আপ লাইনে বাতিল

31613 (রানাঘাট), 41313 (নৈহাটি), 31471 (নৈহাটি), 31415 (নৈহাটি), 31319 (কল্যাণী সীমান্ত), 31323 (কল্যাণী সীমান্ত), 31827 (কৃষ্ণনগর), 31471 (নৈহাটি), 31427 (কৃষ্ণনগর), 31423 (5333), ), 31331 (কল্যাণী সীমান্ত), 31333 (কল্যাণী সীমান্ত), 31601 (রানাঘাট), 31437 (নৈহাটি), 31439 (নৈহাটি), 31337 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত) 31347), , 31813 (কৃষ্ণনগর), 31151 (বর্ধমান), 31111 (কাটোয়া), 37521 (ব্যান্ডেল), 37541 (ব্যান্ডেল), 37555 (ব্যান্ডেল)।

ডাউন লাইনে বাতিল 

31416 (নৈহাটি), 31602 (রানাঘাট), 31418 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31320 (কল্যাণী সীমান্ত), 31322 (কল্যাণী সীমান্ত), 31824 (কৃষ্ণনগর), 31424 (কৃষ্ণনগর), 3143338 (Naihati) (314338), ), 31330 (কল্যাণী সীমান্ত), 31332 (কল্যাণী সীমান্ত), 31634 (রানাঘাট), 31440 (নৈহাটি), 31444 (নৈহাটি), 31336 (কল্যাণী সীমান্ত, 31538 (শান্তিপুর), 31538 (শান্তিপুর); 31802 (কৃষ্ণনগর), 31152 (বর্ধমান), 31112 (কাটোয়া), 37522 (ব্যান্ডেল), 37542 (ব্যান্ডেল), 37556 (ব্যান্ডেল)। 

Next Article