কলকাতা: ভাড়া নিয়ে বচসা। বিবিডি বাগে সরকারি বাসের কন্ডাকটরকে মারধর। ভেঙে দেওয়া হয় টিকিট কাটার মেশিন। জামা ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিবিডি বাগ রুটের একটি বাসের ঘটনা। আহত হয়েছেন বাস কন্ডাকটর।
হাওড়া স্টেশন থেকে বাস ছেড়েছিল। যাওয়ার কথা ছিল গড়িয়া পর্যন্ত। সেই বাসে টিকিট কাটা নিয়ে বচসা। মূলত ভাড়া বেশি চাওয়ার অভিযোগ ওঠে কন্ডাকটরের বিরুদ্ধে। তা নিয়েই বচসা। অভিযোগ, এক দল যুবক কন্ডাকটরকে মারধর শুরু করেন। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি টিকিট কাটার মেশিনটাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
কন্ডাকটর বলেন, “আমার জামার কলার ধরে টেনে নামিয়ে দিল। নামিয়ে মারধর শুরু করল। আমার টাকা পয়সা, ব্যাগ চুরি করে নিয়েছে।” অন্যদিকে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বলছেন, ভাড়া কাটা নিয়ে যাত্রীদের মধ্যে বচসা হয়। সেই ঝামেলাই ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত এক যাত্রীর কথায়, “আমি কন্ডাকটরকে বললাম, পিছনে আমার চার বন্ধু রয়েছে। ওরা ভাড়া দিয়ে দেবে। আমার কথা শোনেনি। বলল ভাড়া দিয়ে নামতে। আমার কাছে ৫০ টাকার একটা নোট ছিল। সেই নোটই দিলাম। ওর কাছে খুচরো টাকা ছিল না। তাতেই ঝামেলা।”
কন্ডাকটরকে মারধরের ঘটনার প্রতিবাদে রাস্তায় বাস দাঁড় করিয়ে মারধর করতে থাকেন চালক ও অনান্য কন্ডাকটররা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। অভিযুক্ত যাত্রীদের আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Kolkata Police COVID: কলকাতা পুলিশে জেট গতিতে বাড়ছে সংক্রমণ