Accident in Durga Puja: পুজোর ভিড় সামাল দিতে গিয়ে বিপত্তি, আকাশবাণীর সামনে ট্র্যাফিক সার্জেন্টকে ধাক্কা বাসের

Accident in Durga Puja: পুজোর মুখে শহরে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নবান্ন। খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ এই দুই নম্বরে ফোন করে জানানো যাবে সমস্যা, অভিযোগের কথা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মাঠে নামানো হয়েছে ৮ হাজার পুলিশ কর্মীকে।

Accident in Durga Puja: পুজোর ভিড় সামাল দিতে গিয়ে বিপত্তি, আকাশবাণীর সামনে ট্র্যাফিক সার্জেন্টকে ধাক্কা বাসের
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 8:06 PM

কলকাতা: মহালয়া থেকেই তুমুল ভিড় কলকাতার মণ্ডপে মণ্ডপে। তৃতীয়া থেকে চতুর্থী তিলোত্তমার নানা প্রান্তে উপচে পড়েছে ভিড়। পঞ্চামীর সন্ধ্যাতেও একই ছবি। আনন্দের আবহেই এবার বিষাদের খবর। আকাশবাণীর সামনে বাসের ধাক্কা আহত কলকাতা পুলিশের হেড কোয়ার্টার গার্ডের ট্রাফিক সার্জেন্ট। তাঁর নাম চন্দন ধান। সূত্রের খবর, আকাশবাণীর সামনে এদিন ডিউটিতে ছিলেন ওই পুলিশ কর্মী। কর্তব্যরত অবস্থাতেই ঘটে ঘটনা। গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই তাংকে নিউরো সাইন্সে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে পুজোর মুখে শহরে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নবান্ন। খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ এই দুই নম্বরে ফোন করে জানানো যাবে সমস্যা, অভিযোগের কথা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মাঠে নামানো হয়েছে ৮ হাজার পুলিশ কর্মীকে। তাঁদের হাতেই শহরের নিরাপত্তা ব্যবস্থা দেখভালের দায়িত্ব। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য থাকছেন ৬ হাজার পুলিশ কর্মী। বসেছে ওয়াচ টওয়ার।