Pujo Weather Update: পুজোয় রোদঝলমলে উত্তর, নবমী-দশমীতে দক্ষিণবঘঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?

Puja Weather Update: নবমী ও দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা হতে শুরু করবে। ২৩ অক্টোবর সোমবার বেলার দিকে ও রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Pujo Weather Update: পুজোয় রোদঝলমলে উত্তর, নবমী-দশমীতে দক্ষিণবঘঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 8:09 PM

কলকাতা: নামছে পারা। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত বাংলার তাপমাত্রায় বড়সড় পারাপতন দেখতে পাওয়া যাবে বলে একদিন আগেই বলেছিলেন আবহাওয়াবিদরা। তবে পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত বাংলার আকাশ মোটের উপর শুষ্কই থাকবে বলে জানানো হয়েছিল। তবে নবমী থেকে মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অল্প সময়ের জন্য ভিজতে পারে কলকাতাও। তবে শুক্রবার থেকেই শুকনো থাকবে উত্তরবঙ্গে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯৩ শতাংশের আশেপাশে। সে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

এদিকে পুজোর আবহেই বঙ্গপোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে এই ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে আরব সাগরেও তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। ২১ অক্টোবরের মধ্যে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে খবর।

নবমী ও দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা হতে শুরু করবে।  ২৩ অক্টোবর সোমবার বেলার দিকে ও রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। বৃষ্টির ধারাও আরও কমবে। পুজোর সপ্তাহে গোটা উত্তরবঙ্গের সবকটি জেলাই মোটের উপর শুষ্ক থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।