Kolkata Bus Serviece: জরিমানার নামে ‘অত্যাচার’, এবার পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামছে বাস সংগঠন, দরকারে বাস বন্ধেরও হুঁশিয়ারি

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 05, 2024 | 12:28 PM

Kolkata Bus: সংগঠনের অভিযোগ, শহরে এখন বাসের অবস্থা সব থেকে করুণ। যার পিছনে অন্যতম কারণ কেস বা জরিমানা নামে পুলিশের অত্যাচার। পরিবহন দফতর সূত্রে খবর, এক বা দু'বছর আগে কলকাতায় বাসের সংখ্যা ছিল ৪ হাজার ৮৪০টি।

Kolkata Bus Serviece: জরিমানার নামে অত্যাচার, এবার পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামছে বাস সংগঠন, দরকারে বাস বন্ধেরও হুঁশিয়ারি
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের মালিকদের। জরিমানার নামে নানা ভাবে হেনস্থার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশি অত্যাচারের কারণে শহরের বুক থেকে বাস কমে যাচ্ছে। অভিযোগ বাস মালিকদের বিরুদ্ধে।

বুধবার অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির রাজ্য কমিটির বৈঠক হয়। সেখানে মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে, পুলিশের এই অত্যাচার মেনে নেওয়া হবে না। আগামি ১২ সেপ্টেম্বর প্রত্যেকটি জেলার জেলা শাসকের অফিসে পুলিশের বিরুদ্ধে ডেপুলেশন দেওয়া হবে। ডেপুটেশন দেওয়া হবে আঞ্চলিক পরিবহন দফতর গুলিতেও। তারপরই রাস্তায় নামবেন বাস মালিকরা। প্রয়োজনে শহরের বুকে বাস বন্ধ রেখে রাস্তায় নামা হবে বলে হুঁশিয়ারি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

সংগঠনের অভিযোগ, শহরে এখন বাসের অবস্থা সব থেকে করুণ। যার পিছনে অন্যতম কারণ কেস বা জরিমানা নামে পুলিশের অত্যাচার। পরিবহন দফতর সূত্রে খবর, এক বা দু’বছর আগে কলকাতায় বাসের সংখ্যা ছিল ৪ হাজার ৮৪০টি। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৫টি। মিনি বাসের সংখ্যা ছিল ২ হাজার ৬৪টি। এখন চলছে ১ হাজার ৪৯৮টি।

ক্রমশ এই সংখ্যা কমছে বলেই দাবি করেছেন বাস মালিকরা। একইসঙ্গে এদিনের সভা থেকে,বাসগুলির পনেরো বছর মেয়াদ বাড়িয়ে কুড়ি বছরের মেয়াদ যাতে করা হয় সেটা নিয়ে আলোচনা হয়। পনেরো বছরের পুরনো হয়ে যাওয়ায় আগামী মাস থেকেই কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস। ফলে পরিবহণ ক্ষেত্রে বড়সড় সঙ্কটের আশঙ্কা করছেন অনেকেই। সেই কারণেই এই মেয়াদ যাতে বৃদ্ধি করা হয় তা নিয়ে পরিবহন দফতর এবং আদালতের দ্বারস্থ হবেন বাস মালিকদের সংগঠনগুলি। ক্রমশ এই সংখ্যা কমছে বলেই দাবি করেছেন বাস মালিকরা। সেক্ষেত্রে মেয়াদ বাড়িয়ে ২০ বছরের মেয়াদ যাতে করা হয় সেটা নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “পাঁচটি ইস্যুকে সামনে রেখে মিটিং হয়েছে। পুলিশ নিজের ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় পুলিশ ফাইন আদায়ে নেমেছে। এর প্রতিবাদ জানাচ্ছি।”

প্রসঙ্গত, সম্প্রতি, বাস থেকে টাকা নেওয়ার একটি ছবি ভাইরাল হয়। তোলাবাজির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কলকাতা পুলিশ সেটিকে ‘ফেক’ লিখে দিয়েছিল। কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে দাবি করেছিল, জরিমানা নেওয়া হচ্ছে। এরপর সোশ্যাল মিডিয়ায় নাগরিকরা আর একটি পোস্ট হাতিয়ার করে দাবি করেন, ছবিটিই ২০২৩ সালের অগস্টের। বেহালায় লরির ধাক্কায় ছাত্রমৃত্যুর ক’দিন পরই তোলা। তারপরই সাম্প্রতিক পোস্টটি পুলিশ সরিয়ে ফেলে ফেসবুক পেজ থেকে। যা ঘিরে ফের তৈরি হয় বিতর্ক।

 

Next Article