Panchayet Election: পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর আর্জি ফেরাল হাইকোর্ট

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Mar 31, 2023 | 1:55 PM

Calcutta High Court: আপাতত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে দ্রুত শুনানির প্রয়োজন কোথায়? প্রশ্ন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।

Panchayet Election: পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর আর্জি ফেরাল হাইকোর্ট
বিচারপতি টিএস শিবজ্ঞানম

Follow Us

কলকাতা: বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) ইস্যুতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আবেদন ছিল, যাতে আগামী ৭ দিনের মধ্যে ভোট ঘোষণা করা না হয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমে দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। তবে শুক্রবার হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর আর্জিতে কোনও সাড়া নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের মত, আপাতত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে দ্রুত শুনানির প্রয়োজন কোথায়? প্রশ্ন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। প্রয়োজনে সোমবার বিষয়টি নিয়ে হাইকোর্টে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে শুভেন্দু অধিকারী হাইকোর্টে যে জনস্বার্থ মামলাটি করেছিলেন, সেটির রায় আগেই দিয়ে দিয়েছে আদালত। হাইকোর্ট জানিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে আপাতত কোনও বাধা নয়। তবে মামলকারী নতুন করে আবেদন করতে পারেন বলেও জানিয়ে দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিকে গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন প্রকাশ শ্রীবাস্তব। তাঁর অবসরের দিনই শুভেন্দু অধিকারী নতুন করে একটি আর্জি করেন হাইকোর্টে। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। কিন্তু আগামী ৫ এপ্রিল পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ থাকবে। তাই এর মধ্যে যাতে পঞ্চায়েতের ভোট ঘোষণা করা না হয়, সেই আর্জি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই নিয়ে গতকালই প্রকাশ শ্রীবাস্তব প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার আগে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা হয়নি। এমন অবস্থায় কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে শুভেন্দু অধিকারীর আইনজীবী আবার আর্জি জানান ওই বিষয়টি নিয়ে। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই আবেদনে সাড়া দেননি।

Next Article