কলকাতা: রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় বারবার সামনে এসেছে ‘প্রভাবশালী’ তত্ত্ব। তদন্তকারী সংস্থা হেফাজতে নেওয়ার সময় অভিযুক্ত কতটা প্রভাবশালী সেই যুক্তি দিয়েছেন, আবার নিজেরা প্রভাবশালী নয়, এটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন অভিযুক্তরা। এবার কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল প্রভাবশালী হওয়ার মাপকাঠিটা ঠিক কী?
পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মোট পাঁচ অভিযুক্তের জামিন মামলা চলছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনে আবেদনের ভিত্তিতে চলছে মামলা।
বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, “কে কতটা প্রভাবশালী, তার মাপকাঠি কী হবে? কীভাবে নির্ণয় করা হবে কার প্রভাব কতটা?” পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী উল্লেখ করেন, তাঁর মক্কেল এখন আর মন্ত্রী নন।
সিবিআই-এর দায়ের করা মামলায় প্রেক্ষিতে জামিন চেয়ে মামলা হয়েছে। সেই আবেদনের ক্ষেত্রে আগের শুনানিতে ভিন্নমত পোষণ করেন দুই বিচারপতি। জামিনের পক্ষে রায় দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। এরপর মামলা যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে। সেখানেই আজ, বৃহস্পতিবার জামিনের পক্ষে সওয়াল করেন পাঁচ অভিযুক্তের আইনজীবীরা। কিন্তু সময় চান সিবিআই-এর আইনজীবীরা। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই সমস্ত পক্ষের আইনজীবীদের নিজেদের সওয়াল-জবাব শেষ করতে হবে। এমনটাই অনুরোধ করেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।