Calcutta High Court: অভিষেকের মন্তব্যে স্বতঃপ্রণোদিত মামলার দাবি বিকাশদের, বৃহত্তর বেঞ্চে যাওয়ার পরামর্শ আদালতের

Shrabanti Saha | Edited By: সোমনাথ মিত্র

Jul 17, 2023 | 4:19 PM

Calcutta High Court: এদিন বিকাশবাবু দাবি জানান, স্বতঃপ্রণোদিত মামলা করা হোক। কারণ, সাধারণ মামলা হলে এজির পরামর্শ নিতে হবে। অভিষেকের বক্তব্যের ট্রান্সক্রিপশন পেশ করা হয় এদিন। এই পরিপ্রেক্ষিতে বৃহত্তর মামলা করার পরামর্শ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

Calcutta High Court: অভিষেকের মন্তব্যে স্বতঃপ্রণোদিত মামলার দাবি বিকাশদের, বৃহত্তর বেঞ্চে যাওয়ার পরামর্শ আদালতের
অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্যে স্বতঃপ্রণোদিত মামলা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালত নিয়ে বিতর্কিত মন্তব্য। আর সেই মন্তব্যের জন্য মামলাকারীকে বৃহত্তর বেঞ্চে আবেদনের পরামর্শ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ইতিমধ্যে বিচারপতিকে নিয়ে অভিষেকের পৃথক একটি মন্তব্যের মামলা চলছে বৃহত্তর বেঞ্চে। সোমবার সেই বেঞ্চেই আবেদনের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি। গত শুক্রবার এসএসকেএমে-এ আহত তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক। তারপরই ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। পাশাপাশি, বিচার ব্যবস্থার একাংশের উপরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এদিন অভিষেককে বলতে শোনা যায়, “আমি বারবার বলছি বিচার ব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে। …সমাজবিরোধীদের মদত দেওয়া হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক।”

এ দিন হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাক্ক্য সেন-সহ একাধিক বর্ষীয়ান আইনজীবী অভিযোগ করেন, অভিষেকের মন্তব্যে সমাজবিরোধীদের আদালত নিরাপত্তা দিচ্ছে বলে ইঙ্গিত রয়েছে। এগুলি বন্ধ না করলে বিচারব্যবস্থার উপর নির্ভর যোগ্যতা কমে যাবে। বিকাশ রঞ্জনদের আরও যুক্তি, আদালতকে ‘স্ক্যান্ডালাইসড’ করা হচ্ছে। নাম না করে পূর্বতন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের উদাহরণ টেনে আনা হয় এদিন। উল্লেখ্য, ২০১৭ সালে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অ্যাডভোকেট জেনারেল থেকে পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান আইনজীবী জয়ন্ত মিত্র।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ দিন দাবি করেন, স্বতঃপ্রণোদিত মামলা করা হোক। কারণ, সাধারণ মামলা হলে এজির পরামর্শ নিতে হবে। অভিষেকের বক্তব্যের ট্রান্সক্রিপশন পেশ করা হয় এদিন। এরপরই বৃহত্তর বেঞ্চে মামলা করার পরামর্শ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। উল্লেখ্য,  বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিচারপতি আই পি মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চে ইতিমধ্যে একটি আদালত অবমাননা চলছে। সেই বেঞ্চে আবেদনের পরামর্শ দেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, বিচারব্যবস্থার একাংশের উপর প্রায়শই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশের বেশি মৃত্যু খবর মিলেছে। যার অধিকাংশই নিজেদের কর্মী বলে দাবি শাসক দলের। শুক্রবার অভিষেক জানান, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। খুন-ধর্ষণের শাসানি দেওয়া হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে অভিষেকের বিস্ফোরক অভিযোগ, “আমি যাদের কথা বলছি, তাদের সবাইকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।” গত বছর হলদিয়ার সভা থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিচারপতিদের দুই একজন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। অভিষেকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়।

Next Article