High Court: ছেলেবেলায় ছেড়ে যাওয়া মা-কে ১০,০০০ টাকার বেশি দিতে রাজি নয় ছেলে, মামলার নিষ্পত্তি হল বিচারপতি সিনহার বেঞ্চে
High Court: ছেলে কাছ থেকে খোরপোষ পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মা। বিচারপতি সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন।

কলকাতা: স্বামী-সংসার ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে ঘর বাঁধবেন বলে চলে গিয়েছিলেন এক মহিলা। ছেড়ে গিয়েছিলেন একমাত্র সন্তানকেও। মা-কে ছেড়ে মামার বাড়িতে মানুষ হয় সেই ছেলে। বর্তমানে নাবিক হিসেবে কর্মরত সেই ছেলে। আর সেই মা এখন অসহায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, মা-কে অর্থসাহায্য করতে হবে ছেলেকে। সেই মামলার নিষ্পত্তি হল হাইকোর্টে।
যেহেতু মা ছেলেবেলায় ছেড়ে চলে যান, তাই মা-কে কোনওরকম অর্থ সাহায্য করতে রাজি ছিলেন না ছেলে। ছেলে কাছ থেকে খোরপোষ পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মা। বিচারপতি সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ছেলের দাবি, ১০ হাজার টাকার বেশি দেবেন না মা-কে। ১৫ বছর আগে মা ছেড়ে চলে গিয়েছিলেন। সেভাবে দেখা সাক্ষাৎও ছিল না।
মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। কত টাকা দিতে হবে ছেলেকে, আদালত তা ঠিক করার নির্দেশ দিয়েছে মহকুমা শাসককে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই। তাই ছেলে ছাড়া সাহায্য করার আর কেউ নেই বৃদ্ধার। একের পর এক রোগ বাসা বেঁধেছে শরীরে। বর্তমানে বৃদ্ধাশ্রমে থাকেন তিনি।
আসলে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর ছোট্ট অভিজ্ঞানকে ইন্দ্রানী রেখে এসেছিলেন বাপের বাড়িতে। তাই বাবা-মায়ের সঙ্গ ছাড়া মামার বাড়িতেই বড় হয় অভিজ্ঞান। মাঝে ১৫ বছর কেটে গিয়েছে। বর্তমানে নাবিক হিসেবে কাজ করেন তিনি। মায়ের সঙ্গে দেখা-সাক্ষাৎ প্রায় নেই বললেই চলে। এত বছর বাদে সেই ছেলের সঙ্গেই মায়ের লড়াই হল আদালতে। ছেলের প্রশ্ন ছিল, জন্ম দিলেই কি মা হওয়া যায়? অবশেষে আর্থিক সাহায্য়ে রাজি হয়েছে সেই ছেলে।
