কলকাতা: মামলাকারী চারবারের সাংসদ। তিনি নিজেও কিছু করতে পারেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীতে একথাই শুনতে হল কলকাতা হাইকোর্টে। রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে ডিভিসি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দড়ি-টানাটানি নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। কিন্তু সেই মামলায় সাড়া দিল না হাইকোর্ট। কংগ্রেস নেতাকে চূড়ান্ত কটাক্ষও করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম।
রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দায়ী করেছেন ডিভিসি-কে। এমনকী রাজ্যের প্রতিনিধিও সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, রাজ্যে যে বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছিল, সেই তথ্য়ও সামনে এসেছে। এই দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল আদালতে।
প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘অনেক ক্ষমতা আপনার। নিজেই কিছু করুন।’ শুধু খবরের কাগজের কাটিং দিয়ে মামলা না করে প্রকৃত তথ্য দিয়ে মামলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডিভিসি সংক্রান্ত তথ্য নিয়ে আসার কথা বলেন অধীর।
অধীর চৌধুরীর আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় এদিন বলেন, একটি কমিটি তৈরি করে দেওয়া হোক। বন্যার সময় জল নিয়ন্ত্রণের বিষয়টি সেই কমিটি দেখবে। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথাও এদিন উল্লেখ করেন অধীরের আইনজীনী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডিভিসি জল ছাড়ায় বন্যা হচ্ছে।
কংগ্রেস নেতার উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “মামলাকারী চারবারের সাংসদ। তিনি জননেতা। অনেক কিছু করতে পারেন। কিন্তু এই মামলা অন্য কোনও ফোরামে গিয়ে করুন।”