কলকাতা: সৌদি আরব থেকে কীভাবে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা পড়ল? তা নিয়ে ইতিমধ্য়েই বিস্তর জলঘোলা হয়েছে। এবার সেই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। সিআইডির তদন্তের উপর নজরদারি চালাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। তাঁর নেতৃত্বেই হবে তদন্ত। সিআইডির ডিআইজিকে বিষয়টি তদন্ত করে দেখে চার সপ্তাহ পর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সিনহার একক বেঞ্চ। মিনাখার ওই প্রার্থী কীভাবে সৌদি আরব থেকে মনোনয়ন জমা দিলেন, সেই বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে সিআইডিকে।
উল্লেখ্য, মইরুদ্দিন গাজি মিনাখার ওই তৃণমূল প্রার্থী মনোনয়ন জমার সময়ে দেশেই ছিলেন না। কিছুদিন আগেই তিনি চলে গিয়েছিলেন সৌদি আরবে। হজ করতে গিয়েছিলেন। সৌদি থেকে কীভাবে তিনি পঞ্চায়েতের মনোনয়ন জমা দিলেন, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে হাইকোর্টই ইতিপূর্বে বেশ কিছু কড়া মন্তব্য করেছিল। প্রশ্ন উঠেছিল পঞ্চায়েতের রিটার্নিং অফিসার ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। বিতর্কের আবহে ওই তৃণমূল প্রার্থীর মনোনয়নও বাতিল করে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।
কিন্তু তারপরও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছিল। কীভাবে ওই প্রার্থী দেশে না থেকেও মনোনয়ন জমা দিলেন, সেক্ষেত্রে রিটার্নিং অফিসারের কোনও গাফিলতি ছিল কি না… এমন বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। এবার সৌদি আরব থেকে মনোনয়ন জমা দেওয়ার ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে চায় হাইকোর্ট। সেই কারণে সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। সিআইডির ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহ পর রিপোর্ট জমা দেওয়ার জন্য।