কলকাতা : নিয়োগ দুর্নীতির একেবারে শিকড়ে পৌঁছে যেতে এবার আরও তৎপর আদালত। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে নতুন একটি মামলা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময়ে তাঁর নিরাপত্তার দায়িত্বে যে অফিসার ছিলেন, তাঁর পরিবারের ১০ জন চাকরি পেয়েছিলেন। অভিযোগ, ওই দশ জনকে প্রাথমিকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী ছিলেন বিশ্বম্ভর মণ্ডল। এই নিয়োগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। দেহরক্ষীর পরিবারের ১০ জন সদস্য চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই অফিসারের পরিবারের ১০ জন, যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নদিয়ার তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছিল। অন্তত ১৩ জন চাকরিপ্রার্থীর থেকে প্রাথমিকে নিয়োগের জন্য টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। এক এক জনের থেকে চার-পাঁছ লাখ করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ক্ষেত্রেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যে ১৩ জন চাকরিপ্রার্থী বিধায়কের বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগের জন্য টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন, তাঁদেরও মামলায় পার্টি করতে হবে। আগামী ১৭ অগস্টের মধ্যে ওই ১৩ জন চাকরিপ্রার্থীকে হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, সোমবার আদালতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে যুক্ত করা হোক এবং রিপোর্ট চেয়ে পাঠানো হোক।” তিনি আদালতে জানান, ওই ১৩ জন চাকরিপ্রার্থী চাকরি দেওয়ার জন্য বিধায়ক তাপস সাহার চার-পাঁচ লাখ টাকা করে নেওয়ার বিষয়টি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন। তবে রাজ্যের বক্তব্য, এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও চিঠি দেওয়া হয়নি। বিষয়টি পার্টির অভ্যন্তরীণ কোনও বিষয় হতে পারে। সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এমনকী বিষয়টি নিয়ে এখনই তদন্তের কোনও প্রয়োজন নেই বলেও জানান রাজ্যের আইনজীবী।