Calcutta High Court: পুজোর আগেই আরও ১১২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, চাকরিপ্রার্থীদের মুখে হাসি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 07, 2022 | 4:13 PM

Primary Recruitment: এর আগে সোমবার ২৩ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

Calcutta High Court: পুজোর আগেই আরও ১১২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, চাকরিপ্রার্থীদের মুখে হাসি
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Follow Us

কলকাতা : সোমবার, মঙ্গলবারের পর বুধবারও… এদিন আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। বুধবার চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ১১২ জনকে চাকরিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে সোমবার ২৩ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার বুধবার আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

২৮ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ, পুজোর আগেই নিয়োগ পাবেন ওই চাকরিপ্রার্থীরা। এর আগে, সোমবার ও মঙ্গলবার যথাক্রমে ২৩ জন ও ৫৪ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদেরও ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও ১১২ জন। অর্থাৎ, তিন দিনের নির্দেশ মিলিয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোট ১৮৯ জন প্রাথমিকে নিয়োগ পাবেন।

এদিনের মামলায় যে ১১২ জনকে চাকরির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, তাঁরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই সময় ৬ টি প্রশ্নে পর্ষদের ভুলেই তাঁরা চাকরি পাননি বলে অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই ওই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, ৬ প্রশ্ন ভুলের মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে উত্তীর্ণ হচ্ছেন ১১২ জন। এমন পরিস্থিতিতে পুজোর আগেই ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রাজ্য সরকারের তরফে শূন্যপদ জানানো হবে এবং তার ভিত্তিতে নিয়োগের সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আরও জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর নিয়োগের নির্দেশ কার্যকর হল কি না, সেই বিষয়েও খোঁজ নেবে হাইকোর্ট। স্বাভাবিকভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে চাকরিপ্রার্থীদের মুখের হাসি ফিরল।

 

Next Article