Mamata Banerjee on Recruitment: ‘বেনিয়মের জন্য বদনাম বরদাস্ত করব না’, নিয়োগ প্রসঙ্গে কড়া বার্তা মমতার: সূত্র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 07, 2022 | 4:00 PM

Mamata Banerjee on Recruitment: স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে নার্সিং, একাধিক ক্ষেত্রে নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে ।রাজ্যে। এবার নিয়োগ নিয়ে কড়া নির্দেশ দিলেন মমতা।

Mamata Banerjee on Recruitment: বেনিয়মের জন্য বদনাম বরদাস্ত করব না, নিয়োগ প্রসঙ্গে কড়া বার্তা মমতার: সূত্র

Follow Us

কলকাতা : নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যে। নিয়োগে বেনিয়মের অভিযোগে শাসক শিবিরে বেড়েছে অস্বস্তি। নিয়োগ দুর্নীতির মামলাতেই বর্তমানে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার প্রশাসনিক বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দিয়েছেন, নিয়োগ কমিটির অনুমোদন ছাড়া যাতে কাউকে চাকরি না দেওয়া হয়।

বুধবার নবান্নে ছিল প্রশাসনিক বৈঠক। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, যুগ্মসচিব-সহ সব দফতরের সচিবরা উপস্থিত ছিলেন এ দিন। ছিলেন রাজ্যের সব পুলিশ সুপার ও জেলাশাসকেরা। সেই বৈঠকেই নিয়োগ প্রসঙ্গে মমতা কড়া বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর।

সূত্রের খবর, এ দিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিয়োগ কমিটির নির্দেশ ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না। বিভিন্ন দফতরে যে কমিটি রয়েছে, তারা অনুমতি দিলে তবেই কাউকে চাকরি দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। মমতা স্পষ্ট জানিয়েছেন, তাঁর প্রশাসন স্বচ্ছ। তিনি চান না নিয়োগে বেনিয়মের অভিযোগে কেউ তাঁর প্রশাসনকে বদনাম করুক। কেউ প্রশাসনের দিকে আঙুল তুলুক, সেটাও চান না তিনি।

নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে রাজ্যে। হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকটি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ই নন, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা, দুর্নীতির মিডলম্যান সহ অনেককেই গ্রেফতার করা হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি, প্রভাব খাটিয়ে মেধাতালিকায় নাম তোলার মতো গুরুত্বপূর্ণ সব অভিযোগ সামনে এসেছে এই মামলায়। শাসক দলের একাধিক নেতার নামও সামনে এসেছে।

এখনও নিয়োগের দাবিতে শহরের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে। বিভিন্ন অনুষ্ঠানে আগেও নিয়োগ নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির কথা মেনে না নিলেও তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ভুল করাটা একটা অধিকার। কাজ করতে গেলে ভুল হতেই পারে।’

Next Article