Calcutta High Court: প্রাথমিক টেটের ৬ নম্বর মামলা ফিরল বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসেই

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Aug 22, 2023 | 2:07 PM

Primary TET 2014: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচাররপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা ফেরত পাঠাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন ফের পর্যবেক্ষণে জানায়, ২০১৪ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় সব প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ সঠিক।

Calcutta High Court: প্রাথমিক টেটের ৬ নম্বর মামলা ফিরল বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসেই
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: ২০১৪ সালের প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার মামলা আবার ফিরল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চেই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচাররপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা ফেরত পাঠাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন ফের পর্যবেক্ষণে জানায়, ২০১৪ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় সব প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ সঠিক। প্রসঙ্গত, এর আগে প্রাথমিকের প্রশ্ন ভুল মামলায় ২০১৪ সালের টেটের সব পরীক্ষার্থীকে ৬ নম্বর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন, তিন সপ্তাহের মধ্যে প্যানেল তৈরি করে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করার জন্য। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। তাতে ডিভিশন বেঞ্চ এদিন ফের জানিয়ে দিল, ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রশ্ন ভুলের ঘটনায় সব পরীক্ষার্থীকে ছয় নম্বর দেওয়ার সিদ্ধান্ত সঠিক।

তবে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে তাদের হলফনামা হাইকোর্টের একক বেঞ্চে গ্রহণ করা হয়নি। সেই আবেদনের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের নির্দেশ, পর্ষদ একক বেঞ্চে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারবে। সেই হলফনামা দেখার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মামলার শুনানির পর ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই ২০১৪ সালের প্রাথমিক টেটের ৬ নম্বরের মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ।

Next Article