কলকাতা: র্যাগিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে। আইনজীবী সায়ন বন্দোপাধ্যায় মামলা এই মামলা দায়েরের আবেদন করেছেন। মামলা দায়েরের এই আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। হাইকোর্টে মামলাকারীর আবেদন করেছেন, র্যাগিংয়ের বিরোধিতায় সুপ্রিমকোর্টের নির্দেশে আর.কে রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে, তা প্রয়োগের ব্যবস্থা করা হোক। প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করে গাইডলাইন কর্যকর করার আবেদন জানিয়েছেন মামলাকারী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন আইনজীবী। কেরলের একটি ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সে সময়ই আরকে রাঘবন কমিটি বেশ কিছু সুপারিশ করে। অ্যান্টি র্যাগিং নিয়ে ছিল এই কমিটির সুপারিশ। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন আইনজীবী। হস্টেলে সিনিয়রদের থেকে জুনিয়রদের আলাদা রাখার কথা বলা হয়েছিল ওই রিপোর্টে। জুনিয়রদের জন্য যথাযোগ্য নিরাপত্তার ব্যবস্থা করারও উল্লেখ ছিল। সেই সব সুপারিশ যাতে কার্যকর হয় তার আবেদন করেই এই জনস্বার্থ মামলা।