কলকাতা: অবশেষে বিদেশযাত্রার অনুমতি পেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) কুণালকে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে। দশ দিনের জন্য কুণাল ঘোষকে সিঙ্গাপুর যাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আগামী ১৬ জানুয়ারি তিনি দেশের বাইরে যাবেন এবং ৩১ জানুয়ারির মধ্যে আবার দেশে ফিরে আসতে হবে। দেশে ফিরেই আদালতে পাসপোর্ট জমা করতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, এদিন আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, ২০১৭ সাল থেকে কুণাল ঘোষ সারদা মামলায় জামিনে মুক্ত। জামিনের শর্ত খেলাপের কোনও অভিযোগ নেই কুনালের বিরুদ্ধে। কুণাল ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের যে মামলা রয়েছে, তাতে এখনও চার্জ গঠন করা হয়নি। পাশাপাশি কুণাল ঘোষ একজন পেশাদার সাংবাদিক।
উল্লেখ্য, সারদা মামলায় কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। তারপর বহুদিন হয়ে গেল তিনি জামিনে মুক্ত। রাজনীতির মূলস্রোতেও তিনি এখন ভীষণ সক্রিয়। তৃণমূলের রাজ্য সম্পাদক। দলের মুখপাত্র। বর্তমানে আবার পূর্ব মেদিনীপুর জেলায় দলের অন্দরে সেতুবন্ধনের দায়িত্বও পেয়েছেন তিনি। সেই কুণাল ঘোষের বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।
নতুন বছরের শুরুতেই বিদেশযাত্রার এই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। আবেদন জানিয়েছিলেন, যাতে তাঁকে দশ দিনের জন্য বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়। কিন্তু কুণাল ঘোষকে যখন সারদা মামলায় শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল, তখন তার মধ্যে অন্যতম একটি শর্ত ছিল, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সেই কারণে, তাঁর পাসপোর্ট জমা রাখা হয়েছিল। তবে এবার কুণাল ঘোষকে বিদেশযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।