কলকাতা: চিকিৎসকদের ধর্নায় অনুমতি মিললেও কাটছে না জটিলতা। শর্ত নিয়ে রাজ্যের উপর বিরক্ত কলকাতা হাইকোর্ট। ফের আধ ঘণ্টা পর নতুন নকশা নিয়ে আসার নির্দেশ আদালতের। আরজি কর খুন ও ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাওয়ার পর চিকিৎসকদের সংগঠন ‘জয়েন্ট ডক্টর প্ল্যাটফর্ম’ নতুন করে অবস্থানের জন্য অনুমতি চায়। পুলিশ ‘না’ করে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় তারা।
শুক্রবার হাইকোর্টে চিকিৎসক সংগঠনের আইনজীবী এদিন বলেন, ‘গতকালের অনুমতির পরও কোনও কাজ করা যাচ্ছে না। প্রচুর গাড়ি রাখা আছে। ঢোকা যাচ্ছে না।’ এ কথা শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, ‘আপনারা কি ভিতরে যেতে পারছেন না? আপনাদের পুলিশ কেন বাধা দিচ্ছে?’
রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্য়ায় জানান, সিনিয়র অফিসাররা বিষয়টি দেখছেন। কিন্তু কতদিন চলবে, সেটা জানতে চায় রাজ্য। ডিসেম্বরের ২৪ ও ২৫ তারিখ, এই দু’দিন যেন না হয়, এমন দাবি জানিয়েছে রাজ্য। রাজ্যের স্পষ্ট বক্তব্য, ‘যদি এটা চলতেই থাকে, তাহলে সমস্যা হবে। এটার শেষ দিন কবে জানাতে হবে।’ রাজ্যের আরও দাবি, এই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর থেকে ওয়াই চ্যানেলে করা হোক।
বৃহস্পতিবার আদালত রায় দেওয়ার পরও কেন নিজেদের বক্তব্য থেকে সরে আসছে রাজ্য, তাতেই কার্যত বিরক্ত বিচারপতি। বিচারপতি ঘোষ বলেন, ‘এরা চিকিৎসক। আমি নিজেই নির্দেশ দিয়েছি। গতকাল আপনাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়জোর একটা গার্ডরেল দিয়ে ঘিরে দিন,তার মধ্যে যতজন থাকবে তারই অনুমতি দেওয়া হোক। নাহলে ভুল বার্তা যাবে।’
চিকিৎসকদের আইনজীবী বলেন, ‘আমরা ওয়াই চ্যানেলে যাব না। এটা ওদের ইগো প্রবলেম।’ শুক্রবারই নতুন নকশা নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। বিচারপতি বলেন, ‘আমি চাই প্রোগ্রাম সফল হোক।’ ২৪-২৫ ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে যাতে সাধারণ মানুষকে না আসার অনুরোধ করা হয়, সে কথা বলেছেন হাইকোর্ট।