Anis Khan Death: ‘এটাই নিজেদের প্রমাণ করার সময়’, আনিস-মৃত্যু তদন্তে রাজ্য পুলিশে ভরসা হাইকোর্টের
Calcutta High Court: রাজ্যের পুলিশ পৃথিবীর কারও থেকে কম নয়, ভরা এজলাসে বললেন বিচারপতি।
কলকাতা: ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয়বার ময়না তদন্তের রিপোর্টও ইতিমধ্যেই এসেছে বলে সূত্রের খবর। সেখানে আনিসের মৃত্যুর কারণ খুব স্পষ্ট নয় বলে সূত্রের দাবি। এরইমধ্যে সোমবার রাজ্য পুলিশের হাতে এই ঘটনার তদন্তভার রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিটই এই ঘটনার তদন্ত করবে। বিচারপতি রাজাশেখর মান্থা এদিন বলেন, আপাতত রাজ্য পুলিশ আনিসের মৃত্যুর তদন্ত করবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতির, ‘রাজ্যের পুলিশ পৃথিবীর কারও থেকে কম নয়, যদি কেউ তাদের বাধা না দেয়। নিজেদের প্রমাণ করার সময় এটা।’ তারাই এই ঘটনার তদন্ত করবে। আগামী একমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
এদিন আদালত জানিয়ে দিয়েছে, অত্যন্ত গুরত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। একইসঙ্গে তদন্তকারীদের এক সপ্তাহের মধ্যে ফরেনসিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে এবং কোনওভাবে প্রভাবিত না হয়ে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের নির্দেশ মেনেই দ্বিতীয়বার আনিস খানের দেহ ময়নাতদন্ত করা হয়। আদালত আগেই জানিয়েছিল, ময়না তদন্তের পর ভিসেরার নমুনা সংরক্ষণ করতে হবে। আর তা হবে কোনও জেলা জজের উপস্থিতিতে। একইসঙ্গে আনিসের যে মোবাইল ফোনটি তাও জেলা জজের তত্ত্বাবধানে সিএফএসএলকে (CFSL) পাঠাতে হবে।
জেলা জজ সেটিকে সিল করে পাঠাবেন। যাবতীয় ডিজিটাল তথ্য, হাতের ছাপ, মোবাইল ফোনে থাকা সমস্ত কিছু সংরক্ষিত করার কথাও বলেছিল হাইকোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য ও মামলাকারীর হাতে। যদিও এদিন এই মামলার শুনানি চলাকালীন আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তারিখের ক্রমতালিকা এবং আদালতের নির্দেশনামা ছাড়া এই রিপোর্টে আর কিছু নেই। ৬০ শতাংশ অংশ মুছে ফেলে রিপোর্টের কপি মামলাকারীদের দেওয়া হয়েছে। এই রিপোর্ট দেখে কিছুই বোঝা সম্ভব নয়।’