কলকাতা: অবশেষে স্বস্তি দক্ষিণেশ্বরের ‘ডিপিএস নর্থ স্কুল’-এর। হাইকোর্টের নির্দেশে নতুন নামে অন্তর্ভুক্তি হতে চলেছে দক্ষিণেশ্বরের এই স্কুলটির। একাধিক অভিযোগের ভিত্তিতে ডিপিএস নর্থ নাম ব্যবহারে আপত্তি জানায় ডিপিএস কর্তৃপক্ষ। দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়, তারা দক্ষিণেশ্বরের এই স্কুলের সঙ্গে কোনও ভাবেই সম্পর্কযুক্ত নয়। ফলে আটকে যায় ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন। চরম সঙ্কটে পড়ে পড়ুয়াদের ভবিষ্যৎ। এরপরই অভিভাবকরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল ‘জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল’ নাম ব্যবহার করতে পারবে দক্ষিণেশ্বরের স্কুলটি।
দিল্লি পাবলিক স্কুল বা ডিপিএস-এর বক্তব্য ছিল, দক্ষিণেশ্বরের স্কুলটির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। অথচ তারা কী ভাবে সর্বভারতীয় এই স্কুলের নাম ব্যবহার করছে তা প্রশ্নসাপেক্ষ। এদিকে ডিপিএস শুনে বহু পরিবারই দিল্লি পাবলিক স্কুলের শাখা ভেবেই দক্ষিণেশ্বরের এই স্কুলটিকে ভুল করে। এই সমস্ত কিছু নিয়েই দিল্লিতে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় পড়ুয়াদের ভবিষ্যৎ যেন কোনও ভাবেই নষ্ট না হয়। দ্রুততার সঙ্গে এই সমস্যা মেটাতে হবে। নতুন নামের কথাও বলা হয়।
কিন্তু নতুন নাম অনুমোদন না হওয়া পর্যন্ত পড়ুয়ারা পরীক্ষায় বসতে পারছিল না। রাজ্য জানায়, যেহেতু হাইকোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা আছে, যেগুলি এর সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে যতক্ষণ সেই মামলাগুলির নিষ্পত্তি না হবে, ততক্ষণ নতুন নামে সায় দিতে পারবে না রাজ্য। বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই মামলাগুলির নিষ্পত্তি করে দেন। ফলে দক্ষিণেশ্বরের স্কুলটির আর নতুন নাম পেতে অসুবিধা নেই। মামলাকারীর আইনজীবী রাজমোহন চট্টরাজ জানিয়েছেন, এর ফলে প্রায় তিন হাজার ছাত্র ছাত্রী তাদের স্কুলেই রেজিস্ট্রেশন পেতে পারবে। আরও পড়ুন: ‘গর্ভবতী নার্স শুয়েছিল, ছবি তুলে ভাইরাল করে দিয়েছে!’ নার্সিংহোমের বিরুদ্ধে একগুচ্ছ কেলেঙ্কারির অভিযোগ